আলো স্কলারশিপের আওতায় আবেদন জানালেই মিলবে বার্ষিক ৭২০০ টাকার অনুদান।

সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এমন বহু পরিবার রয়েছে যারা নিজের আর্থিক অবস্থার কারণে সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার সুযোগ পায় না। এই সমস্ত পরিবারের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে আর্থিক সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার এবং নানাবিধ নামীদামী বেসরকারি সংস্থা সহ স্বেচ্ছাসেবী সংস্থার তরফে বিভিন্ন প্রকার স্কলারশিপ কার্যকর করা হয়েছে। আর আলো ফাউন্ডেশনের তরফে সমগ্র পশ্চিমবঙ্গের দুঃস্থ, দরিদ্র এবং আর্থিকভাবে অসহায় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য কার্যকরী আলো স্কলারশিপ এমনই এক বিশেষ স্কলারশিপ, যার মাধ্যমে রাজ্যের ছাত্র-ছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সুবিধা পেয়ে থাকেন।

আলো স্কলারশিপের আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা:-

১. পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী নাগরিকরাই কেবলমাত্র এই স্কলারশিপের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
২. চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালে মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বর্তমানে রাজ্য সরকারের তরফে স্বীকৃত যেকোনো স্কুলের অধীনে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন তারাই কেবলমাত্র স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন, যদিও এই স্কলারশিপের আওতায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীকে বিগত পরীক্ষায় ৬৫ শতাংশ নম্বর পেতে হবে।
৩. আলো ফাউন্ডেশন -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে কেবলমাত্র বিপিএল ক্যাটাগরিভুক্ত ছাত্র-ছাত্রীরা অথবা EWS ক্যাটেগরিভুক্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন।

অনুদান:-

আলো ফাউন্ডেশনের তরফে প্রকাশিত তথ্য অনুসারে এই স্কলারশিপের আওতাভুক্ত ছাত্র-ছাত্রীরা প্রত্যেক মাসে ৬০০ টাকার অনুদান অর্থাৎ বার্ষিক ৭২০০ টাকার অনুদান পেয়ে থাকেন।

আবেদনের প্রক্রিয়া:-

আলো স্কলারশিপের আওতায় নিজের নাম করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই আলো ফাউন্ডেশন -এর অফিসিয়াল ওয়েবসাইট http://aalo.org.in/ -এ পৌঁছে যেতে হবে। পরবর্তীতে উক্ত ওয়েবসাইটের হোম পেইজের মেনু বারে থাকা অপশনগুলির মধ্যে থেকে Scholarship অপশনটি নির্বাচন করে নিন এবং আপনার সামনে আসা নতুন পেজটির নিচের দিকে থাকা Please Click Here for Application Form অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে যে নতুন পেজছি আসবে তাতে থাকা Please click here to fill up the form অপশনটি নির্বাচন করে নিন।

aalo-scholarship

উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত নথিগুলি সঠিকভাবে আপলোড করে Submit অপশনে ক্লিক করলেই আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি সাবমিট হয়ে যাবে। আবেদন পত্রটি সঠিকভাবে সাবমিট করা হলে আলো ফাউন্ডেশন -এর তরফে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর ইমেইল এড্রেসে একটি কনফার্মেশন মেইল পাঠানো হয়ে থাকে, সুতরাং আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করার পর আপনি কনফার্মেশন মেইল পেয়েছেন কিনা তা একবার চেক করে নেবেন।

আরও পড়ুন:- কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আবেদন করুন এবং পেয়ে যান সর্বোচ্চ ১০,০০০ টাকার অনুদান।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিগুলি কি কি?

আধার কার্ড
মাধ্যমিকের মার্কশিট
স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
পরিবারের বাৎসরিক আয়ের প্রমাণ পত্র
BPL বা EWS সার্টিফিকেট
আবেদনকারী শিক্ষার্থীর সদ্যতোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি
মোবাইল নম্বর
ইমেল অ্যাড্রেস
আবেদনকারী শিক্ষার্থীর ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠা

আবেদনের সময়সীমা:-

আলো ফাউন্ডেশনের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বিগত জুন মাসের ২০ তারিখ অর্থাৎ ২০ জুন, ২০২৩ থেকে ৩১ শে জুলাই, ২০২৩ পর্যন্ত আলো স্কলারশিপের অধীনে আবেদন জানানো সম্ভব।

Leave a Comment