যুবক-যুবতী থেকে শুরু করে মধ্যবয়সী ব্যক্তি প্রত্যেকেই নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যৎ চিন্তা করে কোন না কোন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। করোনা মহামারীর পর থেকেই এই সমস্ত সঞ্চয় প্রকল্পগুলির আওতায় বিনিয়োগের পরিমাণ আরো বাড়ছে। তবে বিনিয়োগের ক্ষেত্রে নাগরিকরা কোনোরকম ঝুঁকিহীন, গ্যারান্টিযুক্ত রিটার্ন সহ স্কিম কিংবা যোজনাকেই বেছে নিয়ে থাকেন। আর তাতেই আজকের এই পোস্টে আমরা কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এমন এক বিশেষ যোজনা সম্পর্কে আলোচনা করতে চলেছি যার মাধ্যমে আপনারা আপনার এবং আপনার সম্পূর্ণ পরিবারের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই প্রকল্পটি সমগ্র ভারতে সাধারণ জনগণের কাছে অটল পেনশন যোজনা নামেই পরিচিতি পেয়েছে। চলুন তবে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই অটল পেনশন যোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
অটল পেনশন যোজনা কি?
অটল পেনশন যোজনা কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকারী এমন এক সঞ্চয় যোজনা যার মাধ্যমে ১৮ বছর বয়সী থেকে ৪০ বছর বয়সী যেকোনো ব্যক্তি নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যতের নিরাপত্তার জন্য বিনিয়োগ করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারী কেবলমাত্র সিঙ্গেল একাউন্টের মাধ্যমে এই যোজনায় বিনিয়োগ করতে পারবেন এবং এই যোজনার আওতায় তাকে সর্বনিম্ন ২০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। এমনকি এই যোজনার মাধ্যমে ভবিষ্যতে আপনি কত টাকা পেনশন পাবেন তাও নির্ধারণ করা সম্ভব। নাগরিকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, প্রত্যেক মাসে মাত্র ২১০ টাকা বিনিয়োগের মাধ্যমে আপনি ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৫০০০ টাকার পেনশন পেতে পারবেন।
অন্যদিকে, ৬০ বছর বয়সের পর প্রত্যেক মাসে ১০০০ টাকার পেনশন পাওয়ার জন্য আপনাকে প্রত্যেক মাসে মাত্র ৪২ টাকা করে বিনিয়োগ করতে হবে। প্রতিমাসে ২,০০০ টাকা পেনশন পাওয়ার জন্য বিনিয়োগকারীকে প্রত্যেক মাসে ৮৪ টাকা করে বিনিয়োগ করতে হবে। অন্যদিকে প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে পেনশন পাওয়ার ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে ১২৬ টাকা করে বিনিয়োগ করতে হবে। যেসকল ব্যক্তিরা প্রতিমাসে ৪০০০ টাকা করে পেনশন পেতে ইচ্ছুক, তাদের এই যোজনার আওতায় প্রতিমাসে ১৬৮ টাকা করে বিনিয়োগ করতে হবে। সুতরাং আপনিও যদি আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে থাকেন তবে আজই কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী অটল পেনশন যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করুন।
আরও পড়ুন:- রাজ্যে নতুন প্রকল্প নিয়ে বড়ো আপডেট। নারায়ণ ভান্ডার নিয়ে জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ খবর।
অটল পেনশন যোজনার আওতাভুক্ত ব্যক্তিরা কি কি সুবিধা পাবেন?
কেন্দ্র সরকারের তরফে জারি করা তথ্য অনুসারে, যে সমস্ত ব্যক্তিরা অটল পেনশন যোজনা আওতায় নিজেদের নাম নথিভুক্ত করবেন ৬০ বছর বয়সের পর থেকে একটি নির্দিষ্ট অংকের পেনশন পেয়ে যাবেন। এক্ষেত্রে ৬০ বছর বয়সের পর থেকে একজন ব্যক্তি প্রত্যেক মাসে ১০০০ টাকা, ২০০০ টাকা, ৩০০০ টাকা, ৪ হাজার টাকা অথবা ৫০০০ টাকার গ্যারান্টিড পেনশন পাবেন। এর পাশাপাশি কেন্দ্র সরকারের তরফে আরও জানানো হয়েছে যে, অটল পেনশন যোজনার সুবিধাভোগীর মৃত্যু ঘটলে উক্ত ব্যক্তি মৃত্যুর পূর্বে যে পরিমাণ পেনশন পেতেন তার স্বামী কিংবা স্ত্রীকে ওই একই পরিমাণ পেনশনের টাকা প্রদান করা হবে। তবে অটল পেনশন যোজনার আওতাভুক্ত ব্যক্তি এবং তার স্ত্রী/স্বামী উভয়েরই মৃত্যু ঘটলে বিনিয়োগকারীর নমিনিকে মৃত ব্যক্তির পেনশনের সমান টাকা দেওয়া হবে।
৬০ বছর বয়স হবার পূর্বে যদি অটল পেনশন যোজনার আওতাভুক্ত ব্যক্তির মৃত্যু ঘটে তবে ওই ব্যক্তির স্বামী বা স্ত্রী এই যোজনাটিকে চালু রাখতে পারবেন এবং ৬০ বছরের পরে এই যোজনা থেকে পেনশন পাওয়ার সুবিধা পাবেন। এক্ষেত্রে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট এবং যোজনার সমস্ত টাকা তার স্বামী কিংবা স্ত্রীর নামে ট্রান্সফার করা হবে। তবে ৬০ বছরের বয়সের পূর্বে যদি কোন ব্যক্তির মৃত্যু ঘটে এবং তার স্বামী/ স্ত্রী এই যোজনাটিকে চালু রাখতে না চান তবে মৃত ব্যক্তি এই যোজনার আওতায় যত টাকা বিনিয়োগ করেছেন তা উক্ত ব্যক্তির স্বামী বা স্ত্রী অথবা আইনসম্মত উত্তরাধিকারীকে ফিরিয়ে দেওয়া হবে।
কারা অটল পেনশন যোজনার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন?
১. শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই অটল পেনশন যোজনার আওতায় আবেদন জানাতে পারবেন।
২. কেন্দ্র সরকারের কার্যকরী এই যোজনায় ১৮ বছর বয়সী নাগরিক থেকে শুরু করে ৪০ বছর বয়সী ব্যক্তিরাই কেবলমাত্র আবেদন জানাতে পারবেন।
৩. এই যোজনার আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা আবশ্যক।
অটল পেনশন যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করবেন কিভাবে?
অটল পেনশন যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করার জন্য আপনাকে প্রথমেই কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্ট -এর অফিসিয়াল ওয়েবসাইট -এ যেতে হবে। এরপর এই ওয়েবসাইটের হোম পেজের একেবারেই নিচের দিকে থাকা ATAL PENSION YOJANA অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনি অটল পেনশন যোজনা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য দেখতে পাবেন। এই পেজটির একেবারে নিচের দিকে থাকা অপশনগুলির মধ্যে থেকে আপনাকে APY REGISTRATION অপশনটি নির্বাচন করে নিতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি অটল পেনশন যোজনায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি পেয়ে যাবেন।
এক্ষেত্রে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ইমেইল এড্রেস, ব্যাংকের নাম, ব্যাংক একাউন্টের সাথে লিঙ্ক মোবাইল নম্বর, আধার নম্বর সঠিকভাবে লিখে দিতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এরপর ফর্মটি সাবমিট করা হলেই আবেদনকারীকে একটি ACKNOWLEDGEMENT NUMBER দেওয়া হবে। তারপর আবেদনকারী ব্যক্তিকে তার Personal information এবং নমিনির সমস্ত তথ্য পূরণ করতে হবে। পরবর্তীতে আবেদনকারী কত টাকা পেনশন চান তাও সিলেক্ট করে নিতে হবে। এরপর এই সমস্ত তথ্যগুলি সঠিকভাবে সাবমিট করতে হবে এবং OTP -এর মাধ্যমে আধার ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তাহলেই উক্ত ব্যক্তি অটল পেনশন যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।
তবে শুধুমাত্র উপরোক্ত প্রক্রিয়াটির মাধ্যমে নয়, আরো একটি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা অটল পেনশন যোজনার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এর জন্য আপনাকে পৌঁছে যেতে হবে NSDL E-GOV -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.npscra.nsdl.co.in/ -এ। পরবর্তীতে হোম পেজের ডান দিকে থাকা মেনু অপশনে ক্লিক করতে হবে এবং আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে HOME অপশনে ক্লিক করে নিয়ে ATAL PENSION YOJANA (APY) অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে আসা নতুন পেজটিতে থাকা অপশনগুলির মধ্যে থেকে Forms অপশনটি বেছে নিন এবং নিচে থাকা APY Subscriber Registration Form অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি ডাউনলোড করে নিন। এরপর ফর্মটিতে উল্লিখিত সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনার বাড়ির নিকটবর্তী APY SERVICE PROVIDER BRANCH -এ গিয়ে জমা করুন, তাহলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র:-
১. আবেদনকারীর আধার কার্ড।
২. আবেদনকারীর সেভিংস একাউন্টের সমস্ত ডিটেইলস।