পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রের দরিদ্র, আর্থিকভাবে অসহায় পরিবারের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং নানাবিধ বেসরকারি প্রতিষ্ঠানের তরফে বিভিন্ন প্রকার স্কলারশিপ কার্যকর করা হয়েছে। আর এই সমস্ত বেসরকারি স্কলারশিপ গুলির মধ্যে বিশ্ববীণা ফাউন্ডেশন -এর কার্যকর বিশ্ববীণা স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষভাবে পরিচিতি লাভ করেছে।
বিশ্ববীণা স্কলারশিপের অধীনে আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা কি কি?
১. কেবলমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী ছাত্র-ছাত্রীরাই এই স্কলারশিপের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
২. যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক স্তরে পড়াশোনা করছেন তারাই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।
৩. যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার নূন্যতম ৮০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন, তারাই কেবলমাত্র এই স্কলারশিপের অধীনে আবেদন জানাতে পারবেন।
অনুদান:-
স্কলারশিপের অধীনে একজন ছাত্র অথবা ছাত্রী কত টাকা অনুদান পাবেন তা সম্পূর্ণভাবে নির্ভর করছে উক্ত ছাত্র বা ছাত্রীর কোর্সের উপরে। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের টিউশন ফি, হোস্টেলে থাকা খাওয়ার খরচ সহ পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত অন্যান্য খরচ রয়েছে সেগুলি প্রদান করা হয়ে থাকে।
এই স্কলারশিপের অধীনে নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদনের প্রক্রিয়া:-
বিশ্ববীণা স্কলারশিপের অধীনে আবেদন জানানোর জন্য যেকোনো ছাত্র অথবা ছাত্রীকে প্রথমে বিশ্ববীণা ফাউন্ডেশন -এর অফিসিয়াল ওয়েবসাইট https://biswabinafoundation.in/ -এ যেতে হবে। উক্ত ওয়েবসাইটের হোম পেজের একেবারে নিচের দিকে থাকা অপশন গুলির মধ্যে থেকে Application Form For 2023-2024 Fresh Applicants Of Scholarships -এর অধীনস্থ Download অপশনে ক্লিক করুন। ফর্মটি ডাউনলোড করা হলে এটিকে প্রিন্ট করে নিন। এই ফর্মটিতে আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা, মোবাইল নম্বর, মাধ্যমিক পরীক্ষার নম্বর, উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর, পরিবারের বাৎসরিক আয়ের তথ্য সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে নিতে হবে। সবশেষে প্রয়োজনীয় নথিগুলি ফর্মের সাথে যুক্ত করে মুখবন্ধ খামে পুরে স্পিড পোষ্টের মাধ্যমে বিশ্ববীণা ফাউন্ডেশনের ঠিকানায় পাঠালেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এছাড়া আপনি চাইলে নিজে গিয়ে স্কলারশিপের আবেদনপত্র জমা দিয়ে আসতে পারেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-
M/9, Bidhannagar, Midnapore, 721101
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট।
২. আবেদনকারীর বার্থ সার্টিফিকেট।
৩. জাতিগত শংসাপত্র।
৪. রেশন কার্ড
৫. আধার কার্ড
৬. পিতা মাতা অথবা অভিভাবকের আয়ের সার্টিফিকেট।
৭. নতুন কোর্সে ভর্তির রশিদ।
৮. ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার ফটোকপি।
আরও পড়ুন:- প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে যুবক-যুবতীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। বিস্তারিত জেনে নিন।
নির্বাচনের প্রক্রিয়া:-
যেসকল ছাত্রছাত্রী এই স্কলারশিপের অধীনে আবেদন জানাবেন, সেই সকল ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউ গ্রহণ করা হবে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ইন্টারভিউতে উত্তীর্ণ হবেন তারাই কেবলমাত্র এই স্কলারশিপের অধীনে অনুদান পাবেন।
আবেদনের সময়সীমা:-
বর্তমানে এই স্কলারশিপের অধীনে আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। ৩০ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত স্কলারশিপের অধীনে আবেদনের প্রক্রিয়া বহাল থাকবে।