সমগ্র ভারতের দুঃস্থ, দরিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দেশের বিভিন্ন ক্ষেত্রের নামজাদা সংস্থার তরফে বিভিন্ন প্রকার স্কলারশিপ কার্যকর করা হয়েছে। আর BUDDY4STUDY ফাউন্ডেশন -এর তরফে কার্যকরী ডক্টর আব্দুল কালাম স্কলারশিপ ফর মেডিক্যাল / ইঞ্জিনিয়ারিং অ্যাস্পিরান্টস তেমনই এক বিশেষ স্কলারশিপ।
কারা ডক্টর আব্দুল কালাম স্কলারশিপ ফর মেডিক্যাল / ইঞ্জিনিয়ারিং অ্যাস্পিরান্টস -এর অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন?
BUDDY4STUDY ফাউন্ডেশনের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ভারতের স্থায়ীভাবে বসবাসকারী ছাত্র-ছাত্রীরাই কেবলমাত্র এই স্কলারশিপের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এর পাশাপাশি Buddy4Study ফাউন্ডেশনের তরফে প্রকাশিত তথ্যে আরও জানানো হয়েছে যে, ভারতে বসবাসকারী যে সকল ছাত্র-ছাত্রীরা বর্তমানে ন্যাশানাল অথবা স্টেট লেভেল মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাই কেবলমাত্র এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবে। BUDDY4STUDY ফাউন্ডেশনের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী আরও জানা গিয়েছে যে, আব্দুল কাদের স্কলারশিপ -এর আওতায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে বিগত পরীক্ষায় নূন্যতম ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। অন্যদিকে যে সমস্ত শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় ৩ লক্ষ টাকা তারাই কেবলমাত্র এই স্কলারশিপের অধীনে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।
আব্দুল কালাম স্কলারশিপ -এর অধীনে কত টাকার অনুদান পাওয়া যায়?
BUDDY4STUDY ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে আব্দুল কালাম স্কলারশিপ -এর আওতাধীন ছাত্র-ছাত্রীদের প্রতি বছরে ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে।
আরও পড়ুন:- গতিধারা প্রকল্পের আওতায় মিলবে বাণিজ্যিক গাড়ি কেনার ৩০ শতাংশ ভর্তুকি।
আবদুল কালাম স্কলারশিপের আওতায় নিজের নাম নথিভুক্ত করবেন কিভাবে?
আব্দুল কালাম স্কলারশিপের আওতায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আপনাকে BUDDY4STUDY -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/page/dr-abdul-kalam-scholarship-for-medical-engineering-aspirants -এ পৌঁছে যেতে হবে। এরপর উক্ত ওয়েবসাইটের হোম পেইজে আপনি ডক্টর আব্দুল কালাম স্কলারশিপ ফর মেডিক্যাল / ইঞ্জিনিয়ারিং অ্যাস্পিরান্টস সম্পর্কিত সমস্ত প্রকার তথ্য পেয়ে যাবেন। এই পেজের একেবারে নিচের দিকে থাকা APPLY NOW অপশনের মাধ্যমেই আপনি আব্দুল কালাম স্কলারশিপের আওতায় নিজের নাম তো করার জন্য আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে Apply Now অপশনে ক্লিক করে আপনাকে আপনার ইমেইল এড্রেস কিংবা গুগল অ্যাকাউন্ট অথবা ফোন নম্বরের মাধ্যমে Registration -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হলে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন এবং আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি পূরণ করুন।
এক্ষেত্রে আবুল কালাম স্কলারশিপের জন্য আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্মে আপনাকে আপনার আপনার নাম, আপনার পিতার নাম, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার রাজ্য, জেলা, ব্লক, পুলিশ স্টেশন, পিন কোড, মোবাইল নম্বর, আধার নম্বর, আপনার পরিবারের আয় সংক্রান্ত সমস্ত তথ্য, আপনার ব্যাংক একাউন্টের নম্বর, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড, ই-মেইল এড্রেস সহ সমস্ত প্রকার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং ফর্মে উল্লেখিত সমস্ত নথি সঠিকভাবে আপলোড করতে হবে। সবশেষে স্কলারশিপ সংক্রান্ত Terms and Conditions গুলিকে accept করে Preview অপশনে ক্লিক করুন। সমস্ত তথ্য এবং ডকুমেন্ট সঠিকভাবে প্রদান করা হলে SUBMIT অপশনে ক্লিক করে আব্দুল কালাম স্কলারশিপ -এর অধীনে নিজের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারী শিক্ষার্থীর ফটো আইডেন্টিটি প্রুফ (আধার কার্ড/ ভোটার কার্ড)।
২. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
৩. আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর ব্যাংক একাউন্টের পাশ বই এর প্রথম পৃষ্ঠার ফটোকপি।
৪. উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট।
৫. আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
আবেদনের সময়সীমা:-
আব্দুল কালাম স্কলারশিপ -এর অধীনে ছাত্র-ছাত্রীদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া কবে শুরু হতে চলেছে তা সংক্রান্ত কোনো প্রকার তথ্য Buddy4Study ফাউন্ডেশন -এর তরফে প্রকাশ করা হয়নি। যদিও বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই Buddy4Study ফাউন্ডেশন -এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই এই স্কলারশিপ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।