ভারতের আর্থিকভাবে অসহায় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সহায়তা করার জন্য বিভিন্ন নামিদামি বেসরকারি প্রতিষ্ঠানের তরফে বিভিন্ন প্রকার স্কলারশিপ কার্যকর করা হয়েছে, যার আওতায় এই সমস্ত ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় অনুদান পেয়ে থাকেন। আর সমগ্র ভারতের পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য কার্যকরী তেমনই এক বিশেষ স্কলারশিপ হলো FAEA স্কলারশিপ। Foundation for Academic Excellence and Access নামক এক বিশেষ প্রতিষ্ঠানের তরফে সমগ্র ভারতের দরিদ্র অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সহায়তা করার জন্যই এই বিশেষ স্কলারশিপ কার্যকর করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত খবর অনুসারে।
FAEA স্কলারশিপের অধীনে আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা কি কি?
১. ভারতে স্থায়ীভাবে বসবাসকারী যে সমস্ত ছাত্র-ছাত্রীরা যেকোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক কিংবা দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই কেবলমাত্র এই স্কলারশিপের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
২. যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বর্তমানে আর্টস, সায়েন্স অথবা কমার্স শাখার অধীনে জেনারেল কোর্সে পড়াশোনা করছেন কিংবা মেডিকেল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য প্রফেশনাল কোর্সের আওতায় পড়াশোনা করছেন সেই সমস্ত ছাত্র-ছাত্রীরাই কেবলমাত্র এই স্কলারশিপের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
FAEA স্কলারশিপের আওতাধীন ছাত্র-ছাত্রীরা কি কি সুবিধা পাবেন?
FAEA স্কলারশিপের আওতাভুক্ত ছাত্র-ছাত্রীরা বর্তমানে যে কোর্সের অধীনে পড়াশোনা করছেন সেটি সম্পন্ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত প্রকার অর্থনৈতিক সাহায্য এই স্কলারশিপের মাধ্যমে পেয়ে থাকেন। এক্ষেত্রে হোস্টেলে থাকার ক্ষেত্রে প্রয়োজনীয় খরচ থেকে শুরু করে বইপত্র কেনার জন্য প্রয়োজনীয় খরচ, এমনকি এই স্কলারশিপের মাধ্যমে জামাকাপড় কেনার ক্ষেত্রে প্রয়োজনীয় খরচ, যাতায়াতের জন্য প্রয়োজনীয় খরচ এবং টিউশন ফি -এর জন্য প্রয়োজনীয় খরচ পর্যন্ত প্রদান করা হয়ে থাকে।
আরও পড়ুন:- খাদ্য সাথী প্রকল্পের আওতায় আবেদন জানাবেন কিভাবে? বিস্তারিত জেনে নিন।
আবেদনের প্রক্রিয়া:-
FAEA স্কলারশিপের অধীনে নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীকে প্রথমেই Buddy4study -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/scholarship/faea-scholarship -এ পৌঁছে যেতে হবে। উক্ত ওয়েবসাইটের হোম পেইজে আপনি FAEA স্কলারশিপ সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য পেয়ে যাবেন, এই সমস্ত তথ্য সঠিকভাবে পড়ে নিয়ে উক্ত পেজের নিচের দিকে থাকা Apply Now অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা Register অপশনে ক্লিক করুন এবং আপনার ইমেইল এড্রেস কিংবা মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। যদি ইতিপূর্বে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকেন তবে Login অপশনে ক্লিক করার মাধ্যমে নিজের ইমেইল এড্রেস অথবা ফোন নম্বরের মাধ্যমে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Proceed to Registration অপশনে ক্লিক করুন। এরপর Register অপশনে ক্লিক করুন এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। এরপর আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি আপনার সামনে চলে আসবে। উক্ত ফর্মে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। উপরোক্ত পদ্ধতি অনুসারে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করা হলে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীকে ৯ ডিজিটের একটি নির্দিষ্ট Confirmation Code প্রদান করা হবে। আবেদনের পর এই কোডটিকে অবশ্যই কপি করে রাখুন পরবর্তীতে এটি প্রয়োজন হবে।
আবেদনের সময়সীমা:-
Foundation for Academic Excellence and Access ফাউন্ডেশনের তরফে FAEA স্কলারশিপে আবেদনের সময়সীমা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই স্কলারশিপের আবেদনের সময়সীমা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনা হবে।