HDFC স্কলারশিপে আবেদন আবেদন করুন আর পেয়ে যান বার্ষিক ৭৫,০০০ টাকা পর্যন্ত বৃত্তি।

ভারতের বিভিন্ন ক্ষেত্রের পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য যে সমস্ত স্কলারশিপ কার্যকর করা হয়েছে তার মধ্যে HDFC ব্যাংকের তরফে কার্যকরী HDFC Bank Parivartan’s ECS Scholarship পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই স্কলারশিপ কার্যকর করা হয়েছে। আর এক্ষেত্রে সবথেকে সুবিধাজনক বিষয়টি হল প্রথম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের আওতায় অনুদান পেয়ে থাকেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ছাত্রমহলেও HDFC ব্যাংকের তরফে কার্যকরী এই স্কলারশিপটি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। আর তাতেই রাজ্যের শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকের মধ্যে এই স্কলারশিপটি নিয়ে নানা ধরনের আলাপ-আলোচনার সৃষ্টি হয়েছে। যার জেরে আজকের এই পোস্টে আমরা HDFC Bank Parivartan’s ECS Scholarship সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি।

এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি?

১. HDFC ব্যাংকের তরফে জারি করা তথ্য অনুসারে এই স্কলারশিপের আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে আবেদনকারী ছাত্র-ছাত্রীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. প্রথম শ্রেণী থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। এছাড়াও যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের পর ডিপ্লোমা কোর্সের অধীনে পড়াশোনা করছেন তারাও এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।

৩. HDFC Bank Parivartan’s ECS Scholarship -এর আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীকে পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেতে হবে।

৪. যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরিবারের বাৎসরিক ২.৫ লক্ষ টাকা বা তার তুলনায় কম তারাই কেবলমাত্র স্কলারশিপের আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন। এক্ষেত্রে করোনা মহামারীর কারণে যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরিবার প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

৫. HDFC ব্যাঙ্ক এবং Buddy4Study -এর কর্মীদের সন্তানরা কোনভাবেই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন না।

hdfc-scholarship

HDFC Bank Parivartan’s ECS Scholarship -এর আওতায় ছাত্র-ছাত্রীরা কত টাকা অনুদান পাবেন?

ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের সুবিধার খাতিরে এইচডিএফসি ব্যাংকের তরফে এই স্কলারশিপটিকে মূলত ৩ টি ভাগে বিভক্ত করা হয়েছে। আর এই ৩ টি বিভাগ হল:

  1. HDFC Bank Parivartan’s ECS Scholarship in School Programme
  2. 2.HDFC Bank Parivartan’s ECS Scholarship for Undergraduation Programme
  3. HDFC Bank Parivartan’s ECS Scholarship for Postgraduation Programme

১. HDFC Bank Parivartan’s ECS Scholarship in School Programme:- ভারতে বসবাসকারী প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে প্রথম শ্রেণী থেকে শুরু করে ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের ১৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়ে থাকে এবং সপ্তম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের ১৮,০০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে।

২. HDFC Bank Parivartan’s ECS Scholarship for Undergraduation Programme:- ভারতে বসবাসকারী যে সমস্ত ছাত্র-ছাত্রীরা, যেকোনো জেনারেল কোর্স (BCom, BSc, BA, BCA ইত্যাদি) অথবা প্রফেশনাল কোর্স (মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, LLB, B Arch) কিংবা ডিপ্লোমা কোর্সের আওতায় স্নাতক স্তরে পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে জেনারেল কোর্সের আওতাধীন ছাত্র-ছাত্রীদের ৩০ হাজার টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। ডিপ্লোমা কোর্সের আওতাধীন ছাত্র-ছাত্রীদের ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়ে থাকে এবং স্নাতক স্তরের বিভিন্ন প্রফেশনাল কোর্সের আওতাধীন ছাত্র-ছাত্রীদের ৫০ হাজার টাকার অনুদান দেয়া হয়ে থাকে।

৩. HDFC Bank Parivartan’s ECS Scholarship for Postgraduation Programme:- যে সমস্ত ছাত্র-ছাত্রীরা জেনারেল কোর্সের অধীনে কিংবা যেকোনো প্রফেশনাল কোর্সের অধীনে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন তারাই কেবলমাত্র এই স্কলারশিপের আওতায় আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। এক্ষেত্রে জেনারেল কোর্সের আওতাধীন ছাত্র-ছাত্রীদের ৩৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়ে থাকে এবং প্রফেশনাল কোর্সের আওতাধীন ছাত্র-ছাত্রীদের ৭৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়ে থাকে।

আরও পড়ুন:- তরুণের স্বপ্ন প্রকল্প কি? এর মাধ্যমে আপনি কিভাবে উপকৃত হবেন?

আবেদনের প্রক্রিয়া:-

এইচডিএফসি ব্যাংকের তরফে কার্যকরী এই স্কলারশিপের আওতায় আবেদন জানানোর জন্য প্রথমেই আপনাকে BUDDY4STUDY -এর অফিসিয়াল ওয়েবসাইট -এ যেতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি এই স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন প্রকার তথ্য দেখতে পারবেন। এই স্কলারশিপের আওতায় আবেদন জানানোর জন্য এই পেজটির একেবারে নিচের দিকে থাকা APPLY NOW অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার গুগল একাউন্ট কিংবা ইমেইল এড্রেস অথবা মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনাকে HDFC ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এরপর ওই পেজে থাকা Start Application বাটনে ক্লিক করলেই উক্ত স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি আপনার সামনে চলে আসবে। এক্ষেত্রে ফর্মটিতে আপনার নাম, আপনার পিতার নাম, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা সহ প্রয়োজনীয় সমস্ত প্রকার তথ্য সঠিকভাবে উল্লেখ করুন এবং তারপর প্রয়োজনীয় সমস্ত প্রকার ডকুমেন্টগুলি সঠিকভাবে আপলোড করার মাধ্যমে ফর্মটি সাবমিট করুন তাহলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-

১. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো।
২. বিগত বছরের মার্কশিট।
৩. আবেদনকারীর আইডেন্টিটি প্রুফ (ভোটার কার্ড/ আধার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স)
৪. বর্তমান বছরে ভর্তির প্রমাণপত্র।
৫. আবেদনকারীর ব্যাংকের পাসবই।
৬. বার্ষিক আয়ের সার্টিফিকেট।

Leave a Comment