পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য রাজ্য সরকারের তরফে বিভিন্ন ধরনের স্কলারশিপ, প্রকল্প কার্যকর করা হয়েছে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রী সহ পিএইচডি স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীরা এই সমস্ত স্কলারশিপের আওতায় অনুদান পেয়ে থাকেন, যা তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে অন্যতম সহায়ক হয়ে উঠেছে। আর আজ আমরা তেমনই এক বিশেষ স্কলারশিপ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যার মাধ্যমে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে পিএইচডি স্তরের ছাত্র-ছাত্রীরা অনুদান পেয়ে থাকেন। রাজ্য সরকারের তরফে কার্যকরী এই স্কলারশিপটি হিন্দি স্কলারশিপ নামে বিশেষ পরিচিত। সদ্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ায় রাজ্য সরকারের তরফে কার্যকরী এই স্কলারশিপটি পুনরায় চর্চায় এসেছে। আর তাই আজকের এই পোস্টে আমরা হিন্দি স্কলারশিপ সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি।
এই স্কলারশিপের আওতায় আবেদনের জন্য আবশ্যক যোগ্যতা কি কি:-
রাজ্য সরকারের অন্যান্য স্কলারশিপের মতই এই স্কলারশিপের অধীনে নাম নথিভুক্ত করার ক্ষেত্রেও ছাত্র-ছাত্রীদের বেশ কতগুলি শর্ত পূরণ করতে হয়। আর রাজ্য সরকারের তরফে উল্লিখিত এই শর্তগুলি হল:
১. পশ্চিমবঙ্গের বসবাসকারী যেসকল ছাত্র-ছাত্রীর মাতৃভাষা হিন্দি নয় কিন্তু তারা বর্তমানে হিন্দি নিয়ে পড়াশোনা করছেন সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের হিন্দি স্কলারশিপের আওতায় অনুদান দেওয়া হয়ে থাকে।
২. যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বর্তমানে একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীতে অথবা স্নাতক স্তরে অথবা পিএইচডি স্তরে পড়াশোনা করছেন তারাই কেবলমাত্র এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।
৩. এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে বিগত পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের বিগত পরীক্ষায় প্রথমবারের চেষ্টায় উত্তীর্ণ হতে হবে, নতুবা এই স্কলারশিপের আওতায় আবেদন জানানো যাবে না।
৪. হিন্দি স্কলারশিপের আওতায় অনুদান পাওয়ার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের হিন্দি বিষয়টি নিয়ে যেকোনো ফুলটাইম কোর্সে পড়াশোনা করতে হবে।
৫. যেসকল ছাত্র-ছাত্রীদের মাতৃভাষা হিন্দি তারা স্কলারশিপের আওতায় অনুদান পাবেন না।
৬. যে সমস্ত ছাত্র-ছাত্রীরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন না।
৭. যেসকল ছাত্রছাত্রীরা একই সাথে দুটি কোর্সের আওতায় পড়াশোনা করছেন তাদের দুটি কোর্সের অন্ততপক্ষে একটি বিষয় হিন্দি হলে তবে তারা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন:- জুন মাসে কোন রেশন কার্ডে কত সামগ্রী পাওয়া যাবে? দেখে নিন লিস্ট।
অনুদান:-
একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের আওতায় প্রত্যেক মাসে ৩০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। অর্থাৎ হিন্দি স্কলারশিপের আওতাধীন ছাত্র-ছাত্রীরা প্রতি বছরে ৩,৬০০ টাকার অনুদান পেয়ে থাকেন।
স্নাতক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীরা হিন্দি স্কলারশিপের আওতায় প্রতি মাসে ৫০০ টাকার অনুদান পেয়ে থাকেন। সুতরাং এই স্কলারশিপের আওতাভুক্ত একজন ছাত্র অথবা ছাত্রী এই স্কলারশিপ থেকে প্রতি বছরে ৬,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন।
স্নাতকোত্তর স্তরে হিন্দি নিয়ে পড়াশোনা করছেন এইরূপ ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের অধীনে প্রতি মাসে ১০০০ টাকার অর্থ সাহায্য দেওয়া হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে ছাত্র ছাত্রীরা প্রতি বছরে ১২,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন।
হিন্দি স্কলারশিপের আওতায় নাম নথিভুক্ত করার জন্য আবেদনের প্রক্রিয়া:-
হিন্দি স্কলারশিপের আওতায় আবেদন জানানোর জন্য আপনাকে বিকাশ ভবন থেকে স্কলারশিপের অধীনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি সংগ্রহ করতে হবে এবং তা সঠিকভাবে পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনি বিকাশ ভবন থেকে যে ফর্মটি সংগ্রহ করবেন তাতে আপনাকে আপনার নাম, বর্তমানে আপনি কোন কোর্সে পড়াশোনা করছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা, আধার নম্বর, আপনার ঠিকানা সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে লিখতে হবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহকারে আগামীতে পুনরায় বিকাশ ভবনে জমা দিতে হবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, এই স্কলারশিপের ফর্মটি সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে আপনার বিগত পরীক্ষার অরিজিনাল মার্কশিট নিয়ে যেতে হবে মার্কশিট দেখেই আপনাকে ফর্ম দেওয়া হবে।
আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার ঠিকানা:-
the office of the Joint Director of Public Instruction(S & S), West Bengal, Scholarship & Stipend Section, Education Directorate, West Bengal, Bikash Bhaban, North Block, 9th Floor, Bidhannagar, Kolkata-700 091
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারী ছাত্র বা ছাত্রীর বিগত পরীক্ষার অরিজিনাল মার্কশীট।
২. ৫ টাকা মূল্যের একটি স্ট্যাম্প।
৩. বিগত পরীক্ষার সার্টিফিকেট।
৪. আবেদনকারীর ভোটার কার্ড।
৫. আবেদনকারীর আধার কার্ড।
নির্বাচনের প্রক্রিয়া:-
রাজ্য সরকারের তরফে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, শুধুমাত্র মেধার ভিত্তিতে এই স্কলারশিপের আওতায় ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদান করা হবে। রাজ্য সরকারের তরফে প্রত্যেক বছর সর্বমোট ২৩৯ জন ছাত্র-ছাত্রীকে হিন্দি স্কলারশিপের আওতায় অনুদান দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ১৪৩ জন ছাত্র-ছাত্রীকে, স্নাতক পাঠরত ৭২ ছাত্র-ছাত্রীকে এবং ২৪ জন ছাত্র-ছাত্রীকে এই স্কলারশিপের সুবিধা দেওয়া হয়ে থাকে।
আবেদনের সময়সীমা:-
হিন্দি স্কলারশিপের আওতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীরা কবে থেকে আবেদন জানাতে পারবেন তা সংক্রান্ত কোনো প্রকার তথ্য এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়নি। তবে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনা হবে এবং -রা হিন্দি স্কলারশিপের আওতায় অনুদানের জন্য আবেদন জানাতে পারবেন।