নতুন প্যান কার্ডের জন্য আবেদন করুন। রইলো পদ্ধতি।

বর্তমানে ভারতীয় নাগরিকদের পরিচয়ের প্রমাণপত্র থেকে শুরু করে সরকারি এবং বেসরকারি যেকোনো কাজের ক্ষেত্রেই প্যান কার্ড প্রয়োজন হয়ে থাকে। তবে অন্য যেকোনো কাজের ক্ষেত্রেই প্যান কার্ড প্রয়োজন হলেও যেকোনো চাকরি ক্ষেত্রে যোগদানের সময় কিংবা আয়কর প্রদানের ক্ষেত্রে প্যান কার্ড একেবারে অপরিহার্য। আর তাতেই ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে এমন এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে আপনার বাড়িতে বসে আপনার প্যান কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। হ্যাঁ, বর্তমানে আয়কর ডিপার্টমেন্টের তরফে এমন এক বিশেষ পোর্টাল কার্যকর করা হয়েছে যার মাধ্যমে আপনি প্যান কার্ডের জন্য আবেদনের ফর্ম পূরণ করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে ডিজিটাল প্যান কার্ডও পেয়ে যেতে পারবেন। ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে প্যান কার্ডের জন্য আবেদন সংক্রান্ত তথ্য প্রকাশে আসায় কিভাবে অনলাইনের মাধ্যমে প্যান কার্ডের জন্য আবেদন জানানো সম্ভব তা নিয়ে ভারতীয় নাগরিকদের মধ্যে জোরদার চর্চা শুরু হয়েছে। আর তাই আজকের এই পোস্টে আমরা অনলাইনের মাধ্যমে প্যান কার্ডের জন্য আবেদন জানানোর সম্পূর্ণ পদ্ধতি নিয়ে হাজির হয়েছি।

কিভাবে আপনারা বাড়িতে বসেই অনলাইন মারফত প্যান কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন?

১. প্যান কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে আপনাকে প্রথমেই NSDL -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.onlineservices.nsdl.com/-এ পৌঁছে যেতে হবে।

২. উপরোক্ত ওয়েবসাইটের হোম পেজে আপনি প্যান কার্ড সংক্রান্ত নানাবিধ পরিষেবার বিভিন্ন প্রকার অপশন দেখতে পাবেন। এই সমস্ত অপশনগুলির মধ্যে থেকে আপনাকে APPLY ONLINE অপশনটি নির্বাচন করে নিতে হবে।

৩. এরপর পেজটির নিচের দিকে থাকা Application Type -এর আওতাধীন অপশনগুলির মধ্যে থেকে NEW PAN — INDIAN CITIZEN (FORM 49 A) অপশনটি সিলেক্ট করে নিন। এরপর CATEGORY অপশনে ক্লিক করুন। এক্ষেত্রে আপনার সামনে যে সমস্ত অপশনগুলি আসবে তার মধ্যে থেকে INDIVIDUAL অপশনটি নির্বাচন করে নিন।

৪. পরবর্তীতে Applicant Information -এর অধীনে আপনার সম্পূর্ণ নাম, জন্ম তারিখ, ইমেইল এড্রেস, ফোন নম্বর সঠিকভাবে লিখে নিচে থাকা Terms and Conditions এর চেক বক্সে ক্লিক করে ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে SUBMIT অপশনে ক্লিক করুন।

৫. সমস্ত তথ্যগুলি সাবমিট করা হলে আপনাকে NSDL ওয়েবসাইটের তরফে একটি TOKEN NUMBER প্রদান করা হবে। এই TOKEN NUMBER টি কপি করে রাখুন অথবা যেকোনো জায়গায় সেভ করে রাখুন, পরবর্তীতে এটি আপনার প্রয়োজন হবে। এরপর এই পেজটির নিচের দিকে থাকা CONTINUE WITH PAN APPLICATION FORM অপশনটিতে ক্লিক করুন।

৬. এরপর আপনি আপনার সমস্ত নথিগুলি কি ভাবে সাবমিট করতে চান তা নির্বাচন করে নিতে হবে। এক্ষেত্রে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনার স্বাক্ষর এবং ফটো আপলোড করার ক্ষেত্রে আপনাকে SUBMIT SCANNED IMAGES THROUGH e-SIGN অপশনটি নির্বাচন করে নিতে হবে। অন্যদিকে, আপনার আধার কার্ডের ফটো এবং স্বাক্ষরের মাধ্যমে আপনার প্যান কার্ডটি তৈরি করতে চাইলে SUBMIT DIGITALLY THROUGH e-KYC AND e-SIGN PAPERLESS অপশনটি নির্বাচন করে নিন।

৭. এক্ষেত্রে আপনি যদি আপনার প্যান কার্ডটি হাতে পেতে চান অর্থাৎ হার্ড কপি রুপে পেতে চান তবে Whether Physical PA Card Is Required? অপশনের আওতাধীন YES অপশনে ক্লিক করুন। আর আপনি যদি আপনার হার্ড কপি প্যান কার্ডটি না পেতে চান তবে উপরোক্ত অপশনে আওতাধীন NO অপশনে ক্লিক করুন।

৮. পরবর্তীতে আপনাকে আপনার আধার কার্ডের শেষে চারটি ডিজিট এবং আধার কার্ড অনুসারে আপনার নাম সঠিকভাবে উল্লেখ করতে হবে। তারপর আপনাকে আপনার পিতার নাম, মাতার নাম সঠিকভাবে উল্লেখ করতে হবে। এরপর আপনি আপনার পিতা অথবা মাতার মধ্যে কার নামটি প্যান কার্ডে উল্লেখ করতে চাইছেন সেটিও নির্বাচন করে নিতে হবে এবং পেজটির নিচে থাকা NEXT অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন:- নিজস্ব মোবাইল রিপেয়ারিং -এর ব্যবসা শুরু করে প্রতিমাসে উপার্জন করুন ৫০,০০০ টাকা।

৯. পরবর্তীতে আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার আয়ের উৎস উল্লেখ করতে হবে। তারপর আপনি ADDRESS OF COMMUNICATION অপশনের অধীনে RESIDENCE এবং OFFICE নামক দুটি অপশন পেয়ে যাবেন। নিজের প্যান কার্ডের জন্য আবেদন জানানোর ক্ষেত্রে আপনাকে RESIDENCE অপশনটি বেছে নিতে হবে এবং আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, সাব ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, পিন কোড সহ ঠিকানা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।

১০. এরপর আপনাকে আপনার টেলিফোন অথবা মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং উক্ত পেজের নিচে থাকা NEXT অপশনে ক্লিক করতে হবে।

১১. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার AREA CODE, AD TYPE, RANGE CODE, AD NO উল্লেখ করতে হবে। আপনি যদি এই সমস্ত তথ্যগুলি না জেনে থাকেন তবে ওই পেজের নিচের দিকে থাকা অপশনগুলির মধ্যে থেকে INDIAN CITIZEN অপশনটি নির্বাচন করুন এবং নিজস্ব জেলা ও শহরের নাম নির্বাচন করে নিন। তাহলেই আপনার সামনে আপনার শহরের AREA CODE, AD TYPE, RANGE CODE, AD NO সহ সমস্ত প্রকার তথ্য চলে আসবে। এরপর এই সমস্ত তথ্যগুলিকে সঠিক স্থানে সঠিকভাবে লিখতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করা হলে নিচে থাকা NEXT অপশনে ক্লিক করুন।

১২. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি কোন কোন প্রামাণ্য নথি আপলোড করতে চাইছেন তা সঠিকভাবে উল্লেখ করতে হবে। এরপর DECLEARATION এর অধীনে থাকা I/WE -এর আওতাধীন HIMSELF/HERSELF অপশনটি নির্বাচন করে নিন এবং PLACE অপশনের অধীনে আপনি কোথা থেকে আবেদন জানাচ্ছেন অর্থাৎ আপনার শহর অথবা গ্রামের নাম নির্ভুলভাবে উল্লেখ করুন। সবশেষে প্রয়োজনীয় নথিগুলি সঠিকভাবে আপলোড করুন। সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করা হলে SUBMIT অপশনে ক্লিক করুন।

১৩. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার আধার কার্ডের প্রথম আটটি সংখ্যা উল্লেখ করতে হবে। এরপর আপনি ফর্মে যে তথ্যগুলো উল্লেখ করেছিলেন সেই সমস্ত তথ্য আপনার সামনে চলে আসবে। সমস্ত তথ্য ঠিক থাকলে Proceed অপশনে ক্লিক করুন।

১৪. সবশেষে আপনাকে পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা CONTINUE অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে আসা পেজটিতে থাকা AUTHENTICATE অপশনে ক্লিক করার মাধ্যমে আধার অথেন্টিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
১৫. আধার অথেন্টিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার সামনে আসা পেজটির নিচের দিকে থাকা Continue With e-sign অপশনে ক্লিক করুন। এরপর পুনরায় আপনার সামনে একটি নতুন পেজ আসবে। এই পেজে থাকা Terms and Conditions -এর চেক বক্সে ক্লিক করে আপনার আধার নম্বরটি লিখে SEND OTP অপশনে ক্লিক করুন এবং OTP ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। OTP ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনি Acknowledgement Slip পেয়ে যাবেন এবং প্যান কার্ডের জন্য আবেদনের প্রক্রিয়াটিও সম্পন্ন হবে।

new-pan-card

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-

আবেদনকারীর আইডেন্টিটি প্রুফ।
আবেদনকারীর জন্ম তারিখের প্রমাণপত্র।
স্থায়ী ঠিকানা প্রমাণপত্র।
আবেদনকারীর ফটো।
আবেদনকারী ব্যক্তির স্বাক্ষর।

Leave a Comment