সমগ্র ভারতব্যাপী দূষণ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের জীবনযাত্রা উন্নয়নের খাতিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে স্বচ্ছ ভারত যোজনা সহ বিভিন্ন প্রকার প্রকল্প এবং যোজনা কার্যকর করা হয়েছে। আর কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই সমস্ত প্রকল্প এবং যোজনার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম হলো প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা।
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা কি:-
সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল শ্রেণীর অসহায় নাগরিকরা নিজেদের খাদ্য এবং বস্ত্রের জোগাড় করে নিতে পারলেও পাকা বাড়ি, স্নানাগার, শৌচালয়ের মত বিষয়গুলি তাদের কাছে বিলাসিতা মাত্র। ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের গ্রাম্য জনসাধারণ এখনো পর্যন্ত মুক্ত অঞ্চলে শৌচকর্ম করে, যার ফলে সমগ্র ভারতব্যাপী দূষণের হার বৃদ্ধি পাচ্ছে এবং জনস্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনটাই জানা গেছে কিন্তু সরকারের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে। মূলত এই সমস্যা দূর করার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা কার্যকর করা হয়েছে, যার আওতায় ভারতে বসবাসকারী অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জনগণকে শৌচালয় নির্মাণের জন্য ১২০০০ টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে। কেন্দ্র সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র ভারতের জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন থেকে শুরু করে দূষণের মাত্রা নিয়ন্ত্রণের জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিশেষ প্রকল্প কার্যকর করা হয়েছে।
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার আওতায় কারা আবেদন জানাতে পারবেন?
১. ভারতের স্থায়ীভাবে বসবাসকারী সাধারণ জনগণ এই প্রকল্পের আওতায় শৌচালয় নির্মাণের জন্য আবেদন জানাতে পারবেন।
২. ভারতের বিভিন্ন ক্ষেত্রে বসবাসকারী যে সমস্ত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর সাধারণ জনগণের বাড়িতে শৌচালয় নেই তারাই কেবলমাত্র প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী নির্দেশিকা অনুসারে, যে সমস্ত পরিবারগুলি বর্তমানে বস্তিতে বাস করছে তারাও এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন।
আবেদনের প্রক্রিয়া:-
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার আওতায় নিজের নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে আপনাকে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী স্বচ্ছ ভারত মিশন মিশন -এর অফিসিয়াল ওয়েবসাইট https://swachhbharatmission.gov.in/ -এ যেতে হবে। এরপর এই ওয়েবসাইটের হোম পেইজে থাকা Application Form For IHHL অপশনে ক্লিক করুন এবং আপনার সামনে আসা নতুন পেজটিতে আপনাকে আপনার নাম, মোবাইল নম্বর, জেন্ডার, রাজ্যের নাম সহ প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে ক্যাপচা কোডটি পূরণ করুন। পরবর্তীতে Submit অপশনে ক্লিক করার মাধ্যমে রেজিষ্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার মোবাইল অথবা কম্পিউটারের স্ক্রিনে আসা একটি মেসেজ আসবে যার মাধ্যমে আপনাকে আপনার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে। পরবর্তীতে আপনার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে Login -এর প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
আরও পড়ুন:- ট্রেনের কনফার্ম টিকিট ছাড়াই কিভাবে ভ্রমণ করবেন জেনে নিন।
এরপর CHANGE PASSWORD -এর মাধ্যমে পাসওয়ার্ডটি পরিবর্তন করুন। পাসওয়ার্ড পরিবর্তন করা হলে আপনার সামনে আসা নতুন পেজটির বাঁদিকে থাকা DASHBOARD -এ ক্লিক করে NEW APPLICATION অপশনটি নির্বাচন করে নিন। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার অধীনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। এরপর এই ফর্মে আপনাকে আপনার রাজ্যের নাম, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, গ্রামের নাম সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে এবং আপনার নাম ও আধার নম্বর সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং নীচে থাকা চেকবক্সে ক্লিক করে VERIFY ADHAAR NO অপশনে ক্লিক করে আধার ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আধার ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আপনার পিতার নাম সঠিকভাবে লিখুন এবং ক্যাটাগরি (APL/ BPL), সাব-ক্যাটাগরি (GENERAL/SC/ST) সঠিকভাবে নির্বাচন করে নিন।
আবেদনকারীদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, ক্যাটাগরির ক্ষেত্রে APL নির্বাচন করলে সাব-ক্যাটাগরিগুলির পরিবর্তন ঘটবে। এক্ষেত্রে যেসমস্ত পরিবারের প্রধান একজন মহিলা তারা WOMAN HEADED HH নির্বাচন করে নেবেন, বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা PH অপশনটি নির্বাচন করবেন। আবার, যাদের জমি নেই কিন্তু বাড়ি রয়েছে তারা LANDLESS WITH HOMESTADE অপশনটিতে ক্লিক করবেন, ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরা SMALL AND MERGINAL FARMERS অপশনটিতে ক্লিক করবেন এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত ব্যক্তিরা যথাক্রমে SC ও ST অপশন দুটি নির্বাচন করে নেবেন। উপরোক্ত তথ্যগুলি সঠিকভাবে প্রদানের পর আপনার ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস, ঠিকানা সঠিকভাবে উল্লেখ করুন এবং আপনার ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ, IFSC CODE, অ্যাকাউন্ট নম্বর সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে করে APPLY অপশনে ক্লিক করুন। আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে একটি ID নম্বর দেওয়া হবে। এই ID নম্বরটি পরবর্তী সময়ে প্রয়োজন হবে, সুতরাং এটি অবশ্যই কপি করে রাখতে হবে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারীর আধার কার্ড।
২. আবেদনকারীর ব্যাংক একাউন্টের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি।
৩. আবেদনকারীর বৈধ মোবাইল নম্বর
৪. আবেদনকারী ব্যক্তির ইমেইল অ্যাড্রেস।