শিক্ষাক্ষেত্রে মেয়েদের উন্নতি সাধনের জন্য সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকার সহ কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন ধরনের স্কলারশিপ কার্যকর করা হয়েছে। তবে নারী উন্নয়নের খাতিরে শুধুমাত্র যে বিভিন্ন রাজ্যগুলি রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের স্কলারশিপ কার্যকর করা হয়েছে তা নয়, বিভিন্ন ক্ষেত্রের উল্লেখযোগ্য নামজাদা বেসরকারি সংস্থার তরফেও নানা ধরনের স্কলারশিপ কার্যকর করা হয়ে থাকে। আর বেসরকারি সংস্থার তরফে কার্যকর বিভিন্ন প্রকার স্কলারশিপগুলির মধ্যে রোলস-রয়েস ইন্ডিয়ার তরফে কার্যকর রোলস-রয়েস উন্নতি স্টেম স্কলারশিপ প্রোগ্রাম বিশেষ উল্লেখযোগ্য।
কারা এই স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন?
১. যে সমস্ত ছাত্রীরা গ্রাজুয়েশনের যেকোন বর্ষে পড়াশোনা করছেন তারাই এই স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র মেয়েরাই এই স্কলারশিপের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
২. সাইন্স এবং টেকনোলজি বিভাগের যেকোনো সাধারণ কিংবা প্রফেশনাল কোর্সে পাঠরত ছাত্রী, ইঞ্জিনিয়ারিং ও অংক নিয়ে পাঠরত ছাত্রীরা উক্ত স্কলারশিপের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
৩. উন্নতি স্কলারশিপের আওতায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদনকারী ছাত্রীকে বিগত পরীক্ষায় নূন্যতম ৫৫ শতাংশ নম্বর পেতে হবে।
৪. উন্নতি স্কলারশিপের আওতায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদনকারী ছাত্রীর পরিবারের বাৎসরিক আয় ৪ লক্ষ টাকা বা তার তুলনায় কম হতে হবে।
৫. আবেদনকারী ছাত্রীকে ভারতীয় নাগরিক হতে হবে। এক্ষেত্রে সমগ্র ভারতের যেকোনো প্রান্তে বসবাসকারী ছাত্রীই উন্নতি স্কলারশিপের অধীনে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।
অনুদান:-
রোলস-রয়েস উন্নতি স্কলারশিপের অধীনে সুবিধাভোগী ছাত্রীরা এককালীন ২৫ হাজার টাকার অনুদান পাবেন।
আরও পড়ুন:- স্নেহালয় হাউসিং স্কিমে নাম নথিভুক্ত করলেই মিলবে ১,২০,০০০ টাকার অনুদান।
আবেদনের প্রক্রিয়া:-
১. উন্নতি স্কলারশিপের আওতায় নিজের নাম নথিভুক্ত করার জন্য আপনাকে প্রথমেই BUDDY4STUDY -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/page/rolls-royce-unnati-stem-scholarship-program -এ পৌঁছে যেতে হবে।
২. পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি উন্নতি স্কলারশিপ সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য পেয়ে যাবেন। এই সমস্ত তথ্যও পড়ি নিয়ে পেজটির নিচের দিকে থাকা Apply Now অপশনে ক্লিক করুন।
৩. উপরোক্ত অপশনে ক্লিক করার পর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার ইমেইল এড্রেস বা মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আপনি যদি ইতিপূর্বে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকেন তবে আপনার ইমেইল এড্রেস কিংবা মোবাইল নম্বরের মাধ্যমে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করলেই হবে।
৪. রেজিস্ট্রেশন কিংবা লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করা হলেই আপনাকে Rolls-Royce Unnati STEM Scholarship Program 2023-24 এর আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মে রিডাইরেক্ট করা হবে। এরপর উক্ত পেজে থাকা Start Application অপশনে ক্লিক করার মাধ্যমে উন্নতি স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্ম পূরণের প্রক্রিয়াটি শুরু করুন।
৫. এক্ষেত্রে প্রথমেই আপনাকে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হলে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত নথিগুলি সঠিকভাবে আপলোড করুন।
৬. সমস্ত তথ্য এবং নথি সঠিকভাবে আপলোড করার পর Preview অপশনে ক্লিক করার মাধ্যমে সম্পূর্ণ ফর্মের প্রিভিউ দেখুন। প্রিভিউতে যদি সমস্ত তথ্য ঠিক থাকে তবে Submit অপশনে ক্লিক করার মাধ্যমে উন্নতি স্কলারশিপের জন্য ফর্ম পূরণের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারী ছাত্রীর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।
২. আধার কার্ড।
৩. পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৪. বিগত পরীক্ষার মার্কশিট।
৫. চলতি বছরে ছাত্রী যে কোর্সে পাঠরত তাতে ভর্তির প্রমাণপত্র।
৬. আবেদনকারী ছাত্রীর ব্যাংক একাউন্টের সমস্ত প্রকার তথ্য।
আবেদনের সময়সীমা:-
বর্তমানে এই স্কলারশিপের অধীনে আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়নি।