সমগ্র পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের কল্যাণের খাতিরে বরাবরই রাজ্য সরকারের তরফ নানা ধরনের প্রকল্প স্কিম স্কলারশিপ লঞ্চ করা হয়েছে। আর বর্তমানে আমজনতার সুবিধার্থে এই সমস্ত প্রকল্পের তালিকায় আরো এক নতুন প্রকল্পের নাম যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গের গৃহহীন সাধারণ নাগরিকরা নিজস্ব বাড়ি তৈরির জন্য অনুদান পাবেন। আজ্ঞে হ্যাঁ, বর্তমানে রাজ্যের সাধারণ জনগণের সুবিধার খাতিরে রাজ্য সরকারের তরফে স্নেহালয় হাউসিং স্কিম নামে এক বিশেষ প্রকল্প কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে অসহায়, দরিদ্র, দুঃস্থ সাধারণ মানুষ পাকাবাড়ি নির্মাণের অর্থ প্রদান করা হয়ে থাকে।
স্নেহালয় হাউসিং স্কিমের অধীনে সাধারণ জনগণ কি কি সুবিধা পাবে?
১. পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, স্নেহালয় হাউসিং স্কিম প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গে বসবাসকারী দরিদ্র, অসহায় শ্রেণীর গৃহহীন জনগণকে পাকাবাড়ি নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়ে থাকে।
২। পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত তথ্য অনুসারে স্নেহালয় হাউসিং স্কিম প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গে বসবাসকারী দরিদ্র, আর্থিকভাবে অসহায় শ্রেণীর জনগণকে ১ লক্ষ ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। রাজ্য সরকারের তরফে কার্যকরী অন্যান্য প্রকল্পের মতোই এই প্রকল্পের টাকাও সাধারণ জনগণের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়ে থাকে।
কারা স্নেহালয় হাউসিং স্কিম প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন?
১. কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ীভাবে বসবাসকারী নাগরিকরা এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ স্নেহালয় হাউসিং স্কিম প্রকল্পের অধীনে বাড়ি নির্মাণের অনুদান পাওয়ার ক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. পশ্চিমবঙ্গে বসবাসকারী দুঃস্থ কিংবা আর্থিকভাবে অসহায় শ্রেণীর সাধারণ জনগণই কেবলমাত্র স্নেহালয় হাউসিং স্কিমের অধীনে বাড়ি নির্মাণের অনুদান পাবেন।
৩. পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত দরিদ্র, অসহায় শ্রেণীর নাগরিকরা ইতিপূর্বে বাংলা আবাস যোজনা কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী অন্য কোনো হাউসিং স্কিমের অধীনে বাড়ি তৈরির অনুদান পাননি তারাই কেবলমাত্র স্নেহালয় হাউসিং স্কিমের প্রকল্পের আওতায় বাড়ি তৈরির অনুদান পাবেন।
৪. যেসকল নাগরিকদের পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকা বা তার তুলনায় কম তারাই কেবলমাত্র এই প্রকল্পের আওতায় পাকা বাড়ি তৈরির অনুদানের জন্য আবেদন জানাতে পারবেন।
৫. স্নেহালয় হাউসিং স্কিম প্রকল্পের অধীনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট থাকা আবশ্যক।
আরও পড়ুন:- বিদ্যুতের মূল্য সংক্রান্ত নতুন নিয়ম জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফে।
আবেদনের প্রক্রিয়া:-
স্নেহালয় হাউসিং স্কিম প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসের ওয়েবসাইট https://wb.gov.in/ -এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন অথবা হাউসিং ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট https://wbhousing.gov.in/ -এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
স্নেহালয় হাউসিং স্কিমের অধীনে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র:-
১. EWS শংসাপত্র।
২. আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার ফটোকপি।
৩. আধার কার্ড।
৪. আবেদনকারী ব্যক্তির ভোটার কার্ড।
৫ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র।
ইতিমধ্যেই সমগ্র রাজ্যের সাধারণ জনগণের মধ্যে রাজ্য সরকারের তরফে কার্যকরী এই বিশেষ প্রকল্পটি বিশেষভাবে পরিচিতি লাভ করেছে। আগামী দিনে সমগ্র রাজ্যের আর্থিকভাবে অসহায় শ্রেণীর সাধারণ জনগণ এই প্রকল্পের আওতায় অনুদান পাবেন বলেই জানা গিয়েছে।