ভারতের যুবক-যুবতীদের কর্মমুখী করে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে বিভিন্ন প্রকার প্রকল্প এবং যোজনা কার্যকর করা হয়েছে। তবে এই সমস্ত যোজনাগুলির মধ্যে ২০১৫ সালে কার্যকরী হওয়া প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ভারতীয় যুবক-যুবতীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছে।
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা কি?
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ভারতে বসবাসকারী বহু সংখ্যক যুবক-যুবতী নিজেদের পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে কিংবা দৈহিক অসুস্থতার কারণে উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারেননা, যার ফলে কাজ পাওয়ার ক্ষেত্রেও তাদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। আর এর ফলে দেশের বেকারত্ব অনেকাংশে বাড়ছে বলেই মনে করা হচ্ছে সরকারি মহলের কর্তা ব্যক্তিদের তরফে। আর এই সমস্যা সমাধানের উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে সমগ্র ভারতের যুবক-যুবতীদের নানা ধরনের কর্মমুখী কোর্সের অধীনে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় কি কি সুবিধা পাওয়া যাবে?
১. প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা আওতাধীন প্রত্যেক যুবক-যুবতীকে ৫০০ টাকা করে দেওয়া হয়ে থাকে।
২. এই যোজনার অধীনস্থ প্রত্যেক যুবক-যুবতী ৩ বছরের জন্য ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্সুরেন্সের সুবিধা পেয়ে থাকেন।
৩. প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স এবং হার্ডওয়্যার, ফুড প্রসেসিং, ফার্নিচার এবং ফিটিং, হ্যান্ডিক্র্যাফট, রত্ন ও জুয়েলারি এবং চামড়া প্রযুক্তি -এর মত ৪০ টি টেকনিক্যাল কোর্সের অধীনে ট্রেনিং নেওয়ার সুযোগ রয়েছে। যুবক-যুবতীরা নিজেদের পছন্দ অনুসারে যেকোনো একটি কোর্স নির্বাচন করে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে একজন যুবক বা যুবতী ১ মাস, ৩ মাস, ৬ মাস কিংবা ১ বছরের জন্য যেকোনো একটি কোর্সের অধীনে প্রশিক্ষণ নিতে পারবেন।
৪. এই যোজনার আওতায় নাম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনরূপ অর্থ প্রয়োজন হয় না।
৫. প্রশিক্ষণ শেষ হওয়ার পর একটি সার্টিফিকেট প্রদান করা হয় যা সমগ্র ভারতে মান্যতা পাবে।
৬. কৌশল বিকাশ যোজনার অধীনস্থ যুবক-যুবতীদের প্রশিক্ষণ শেষ হওয়ার পর চাকরি পেতেও সহায়তা করা হয়ে থাকে।
কারা এই দুজনার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন?
১. ১৮ থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তিরাই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
২. এই যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদনকারী ব্যক্তির ব্যাংক একাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকা আবশ্যক।
কিভাবে এই যোজনার আওতায় নাম নথিভুক্ত করা সম্ভব?
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতার নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আপনাকে আপনার বাড়ির নিকটবর্তী ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে হবে এবং ওই সেন্টারের কর্তৃপক্ষের মাধ্যমেই এই যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন এবং নিজের পছন্দসই কোর্সের অধীনে ট্রেনিং গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে আপনার বাড়ির নিকটবর্তী ট্রেনিং সেন্টার খোঁজার জন্য আপনাকে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট
https://www.pmkvyofficial.org/trainingcenter -এ যেতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Select Job Role অপশনের অধীনে আপনি কোন ধরনের কোর্সে প্রশিক্ষণ নিতে চাইছেন তা নির্বাচন করে নিয়ে Submit অপশনে ক্লিক করে ট্রেনিং সেন্টার খুঁজে নিতে পারবেন। এছাড়াও আপনার রাজ্য এবং জেলা সঠিকভাবে নির্বাচন করে Submit অপশনে ক্লিক করার মাধ্যমেও আপনার বাড়ির নিকটবর্তী ট্রেনিং সেন্টার খুঁজে নিতে পারবেন।