জুন মাসে কোন রেশন কার্ডে কত সামগ্রী পাওয়া যাবে? দেখে নিন লিস্ট।

সমগ্র দেশের সাধারণ মানুষের সুবিধার খাতিরে কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন ধরনের জনদরদী প্রকল্প কার্যকর করা হয়ে থাকে। আর এই সমস্ত জনদরদী প্রকল্পের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা। এই যোজনার আওতায় সমগ্র দেশের সাধারণ মানুষকে বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য প্রদান করা হয়ে থাকে। মূলত রেশন ব্যবস্থার মাধ্যমেই সারা দেশের সাধারণ জনগণের কাছে এই খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়ে থাকে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ব্যবস্থাটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে পরিচালনা করা হয়।

পশ্চিমবঙ্গে বসবাসকারী দরিদ্র প্রয়োজনশীল সাধারণ জনগণের কাছে সম্পূর্ণ বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য খাদ্যসাথী প্রকল্প বা খাদ্যসাথী কার্ড কার্যকর করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কার্যকর হওয়ার কারণে পশ্চিমবঙ্গে ৫ প্রকারের খাদ্যসাথী কার্ড কার্যকরী করা হয়েছে। আর এই ৫ প্রকারের খাদ্যসাথী কার্ড হল- AAY, PHH, SPHH, RKSY-I, RKSY-II। সাধারণ জনগণের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে এই ৫ প্রকারের কার্ড প্রদান করা হয়ে থাকে। আর তাতেই রেশন প্রদানের ক্ষেত্রে কার্যকরী এই ৫ প্রকারের কার্ডের আওতায় পশ্চিমবঙ্গবাসী সাধারণ মানুষ ভিন্ন ভিন্ন পরিমাণ চাল, আটা, গম পেয়ে থাকেন। আর আজকের এই পোস্টে আমরা কোন কার্ডের অধীনে সাধারণ জনগণ কি পরিমাণ চাল, আটা, গম পেয়ে থাকেন তা নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।

চলতি মাসে কোন ধরনের কার্ডের আওতায় কি পরিমাণ খাদ্যশস্য পাবেন:-

AAY কার্ডের আওতাধীন ব্যক্তিদের জন্য বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণ:– পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এই চলতি মাসে AAY কার্ডের অধীনে থাকা প্রতিটি পরিবার ২১ কেজি চাল এবং ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম সম্পূর্ণ বিনামূল্য পেয়ে যেতে চলেছেন। এছাড়াও পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে প্রকাশিত খাদ্যশস্যের তালিকা অনুসারে, AAY কার্ডের আওতাভুক্ত প্রতিটি পরিবারকে ১ কেজি করে চিনি দেওয়া হবে। তবে নাগরিকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, এই ১ কেজি চিনি তাদের কিনে নিতে হবে এবং ১ কেজির চিনির জন্য একজন ব্যক্তিকে ১৩ টাকা ৫০ পয়সা খরচ করতে হবে।

PHH কার্ডের আওতাধীন ব্যক্তিদের জন্য বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণ:- খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, যে সমস্ত ব্যক্তিদের PHH রেশন কার্ড রয়েছে এই চলতি মাসে তারা প্রত্যেকে ৩ কেজি করে চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম করে আটা অথবা ২ কেজি গম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে চলেছেন। তবে একজন ব্যক্তি আটা অথবা গম যেকোনো এক প্রকারের খাদ্যদ্রব্য পাবেন, একই সাথে আটা কিংবা গম পাওয়া সম্ভব নয়।

আরও পড়ুন:- বিডিও ইনকাম সার্টিফিকেট এর জন্য আবেদন করতে চান? জেনে নিন পদ্ধতি।

SPHH কার্ডের আওতাধীন ব্যক্তিদের জন্য বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণ:– খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে SPHH রেশন কার্ডে আওতাধীন প্রত্যেক ব্যক্তিকে এই চলতি মাসে ৩ কেজি করে চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি করে গম দেওয়া হবে। SPHH কার্ডের আওতাভুক্ত সমস্ত ব্যক্তিরা এই সমস্ত খাদ্যশস্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। তবে এক্ষেত্রেও PHH কার্ডধারী ব্যক্তিদের মতোই আটা কিংবা গম পাওয়া যাবে। অর্থাৎ একইসাথে দুটি খাদ্যদ্রব্য পাওয়া সম্ভব নয়।

RKSY-I কার্ডের আওতাধীন ব্যক্তিদের জন্য বরাদ্দ খাদ্যশোষের পরিমাণ:- এই চলতি মাসে অর্থাৎ জুন মাসে RKSY-I কার্ডের আওতাভুক্ত প্রতিটি ব্যক্তিকে ২ কেজি করে চাল এবং ৩ কেজি করে গম সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। তবে কোন ক্ষেত্রে যদি গম উপলব্ধ না থাকে তবে এই কার্ডের উপভোক্তাকে ৫ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্য প্রদান করা হবে, এমনটাই জানা গিয়েছে খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুসারে।

RKSY-II কার্ডের আওতাধীন ব্যক্তিদের জন্য বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণ:- খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুসারে, RKSY-II কার্ডের আওতাভুক্ত প্রত্যেক ব্যক্তিকে এই চলতি মাসে অর্থাৎ জুন মাসে ১ কেজি করে চাল এবং ১ কেজি করে গম সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। এর পাশাপাশি খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, কোনো রেশন দোকানে যদি গম উপলব্ধ না থাকে তবে RKSY-II কার্ডের আওতাধীন ব্যক্তিদের ২ কেজি করে চাল দেওয়া হবে।

খাদ্য সাথী প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের মধ্যে অভাব অভিযোগের কমতি নেই। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট জানা গিয়েছে যে, অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ মানুষ রেশন দোকান থেকে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ না পাওয়ার অভিযোগ তোলেন। আর এই সমস্যা সমাধানের জন্যই পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মকর্তাদের তরফে এমন এক বিশেষ সিদ্ধান্ত নেয়া হয়েছে যার মাধ্যমে কার্ড অনুসারে আপনি কোন কার্ডের জন্য কি পরিমাণ খাদ্যশস্য পাবেন তা দেখে নিতে পারবেন। আজ্ঞে হ্যাঁ, বর্তমানে আপনি খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই প্রতিটি কার্ডের জন্য বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণ জানতে পারবেন। আর খাদ্যসাথী প্রকল্প সংক্রান্ত এই বিশেষ উদ্যোগ যথেষ্ট প্রশংসিত হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ থেকে শুরু করে সংশ্লিষ্ট মহলের ব্যক্তিত্বদের কাছে। তবে খাদ্যসাথী প্রকল্প সংক্রান্ত যথেষ্ট অভাব অভিযোগ থাকলেও খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু সংখ্যক মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চাল, গম, আটা সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য পেয়ে থাকেন, যা তাদের জীবন যাপনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

Leave a Comment