UPI এর মাধ্যমে ATM থেকে টাকা তুলুন খুব সহজেই। জেনে নিন পদ্ধতি।

দেশ যত এগোচ্ছে ততই বাড়ছে ক্যাশলেস লেনদেনের চল। ভারতে বর্তমানে UPI পেমেন্ট পদ্ধতির মাধ্যমে মাত্র ১ সেকেন্ডে টাকা লেনদেন করা যায়। সেজন্য বর্তমানে মানুষ পকেটে খুব কম পরিমাণে টাকা বহন করে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি টাকার দরকার হয়েও পড়ে, তখন মানুষ ATM থেকে টাকা তুলে নেন। ATM থেকে টাকা তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ATM কার্ড। এমন অনেক সময় আসে, যখন তারাহুড়োর কারণে হোক বা অন্য কোনো কারণে আমরা বাইরে বেরোনোর সময় ATM কার্ড নিতে ভুলে যাই এবং এমন সময় ক্যাশ এর প্রয়োজন হলে আমরা বিপদের মুখে পড়ি।

আজ আমরা এমন এক পদ্ধতি নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে আপনি ATM কার্ড ছাড়াই শুধুমাত্র UPI এর মাধ্যমে যেকোনো ATM থেকে টাকা তুলতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে যে কোনো একটি UPI অ্যাপ, সেটা গুগলপে হতে পারে ফোনপে হতে পারে পেটিএম হতে পারে বা অন্যান্য যে কোনো অ্যাপ হতে পারে এবং সেই অ্যাপের অ্যাকাউন্টে টাকা থাকা প্রয়োজন।

আরও পড়ুন:- মাছ চাষ করে প্রতি মাসে আয় করুন ৫০,০০০ টাকা।

এবার দেখা যাক কিকরে শুধুমাত্র UPI অ্যাপের মাধ্যমে ATM থেকে টাকা তোলা সম্ভব?

এটি করবার জন্য প্রথমেই আপনাকে আপনার নিকটবর্তী কোনো ATM এ যেতে হবে এবং নিম্নলিখিত স্টেপগুলি ফলো করতে হবে।

(ক) ATM মেশিনের স্ক্রিনে থাকা Withdraw Cash অপশনটি সিলেক্ট করতে হবে।

(খ) এরপর স্ক্রিনে আসা অপশনগুলির মধ্যে UPI অপশনটি সিলেক্ট করে নিতে হবে।

(গ) UPI অপশন সিলেক্ট করলেই ATM মেশিনের স্ক্রিনে একটি QR কোড শো করবে, এবার আপনাকে আপনার মোবাইলে থাকা যে কোনো UPI অ্যাপ ওপেন করে সেই QR কোডটি স্ক্যান করতে হবে।

(ঘ) এরপর ATM এর স্ক্রিনে আপনার কাছে টাকার অঙ্ক জানতে চাওয়া হবে, অর্থাৎ আপনি কত টাকা তুলতে চান সেইমতো নিদিষ্ট টাকার পরিমাণ সঠিক স্থানে বসাতে হবে।

(ঙ) টাকার পরিমাণ লেখার পর সাবমিট অপশনে ক্লিক করুন এবং এরপর আপনার কাছে আপনার UPI এর পিন চাওয়া হবে, পিন সঠিক স্থানে বসিয়ে দিলেই ATM থেকে আপনার টাকা বেরিয়ে আসবে।

এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে UPI এর মাধ্যমে যদি আপনি ATM থেকে টাকা ওঠাতে যান তবে আপনি একসাথে ৫ হাজার টাকা বা তার কম টাকা ওঠাতে পারবেন। এর চেয়ে বেশি টাকা ওঠাতে পারবেন না।

Leave a Comment