বিদ্যুতের মূল্য এবং পুনর্নবীকরণ যোগ্য শক্তির বিকাশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে ইতিপূর্বেও বিভিন্ন ধরনের নির্দেশিকা প্রকাশে আনা হয়েছে। তবে এবারে বিদ্যুতের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সাধারণ জনগণের সুবিধার কথা মাথায় রেখে এক বিশেষ নিয়ম প্রণয়ন করা হবে কেন্দ্রীয় সরকারের তরফে, এমনটাই জানা গিয়েছে বিদ্যুৎ দপ্তরের তরফে।
বিদ্যুতের মূল্য সংক্রান্ত নতুন নিয়মটি কি?
বিগত শুক্রবার বিদ্যুৎ দপ্তরের তরফে সমগ্র ভারতের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বিদ্যুতের মূল্য সংক্রান্ত এক নতুন নিয়ম প্রকাশ্যে আনা হয়। বিদ্যুতের মূল্য সংক্রান্ত এই নতুন নিয়মে বলা হয়েছে যে, আগামী দিনে দিনের বেলায় ২০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের শুল্ক কম রাখা হবে, অন্যদিকে রাতের বেলায় ২০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের শুল্ক বৃদ্ধি করা হবে। মূলত পুনর্নবীকরণযোগ্য শক্তিগুলিকে পুনরায় প্রচারের আনার জন্য এবং এই শক্তিগুলির ব্যাবহার বৃদ্ধি করার জন্য বিদ্যুৎ দপ্তরের তরফে এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে বিদ্যুৎ মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুসারে।
বিদ্যুৎ দপ্তরের তরফে কার্যকরী এই নতুন নিয়মের মাধ্যমে আগামী দিনে গ্রিডের চাহিদা বেশ খানিকটা কমানো যাবে, এমনটাই মনে করা হচ্ছে বিদ্যুৎ মন্ত্রকের কর্মীদের তরফে। এমনকি ভারতীয় পরিবারগুলিতে সমস্ত কাজ শেষ করে রাতের বেলা এয়ারকন্ডিশন সহ পাখা, ফ্রিজ, কুলারের মত বৈদ্যুতিন যন্ত্রগুলি যথেষ্ট বেশি পরিমাণে চালানো হয়ে থাকে, কিন্তু বিদ্যুৎ দপ্তরের এই নিয়মের মাধ্যমে এই সময়েও গ্রিডের চাহিদা খানিকটা নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করা হচ্ছে বিদ্যুৎ মন্ত্রকের কর্মকর্তাদের তরফে।
আরও পড়ুন:- ঘরে বসে মোবাইলের মাধ্যমে নতুন ইমেল আইডি খুলবেন কিভাবে? জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি।
কবে থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে?
বিদ্যুৎ দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে আগামী ২০২৪ সাল থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। তবে ২০২৪ সালে এই নিয়ম শুধুমাত্র শিল্পে বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য কার্যকর হতে চলেছে, এর এক বছর পরে অর্থাৎ ২০২৫ সাল থেকে সমগ্র দেশের অন্যান্য গ্রাহক এবং কৃষিক্ষেত্রে বিদ্যুত ব্যবহারের ক্ষেত্রেও বিদ্যুতের শুল্ক সংক্রান্ত এই নতুন নিয়ম জারি করা হবে বলেই জানানো হয়েছে বিদ্যুৎ দপ্তরের তরফে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং এর এক বিবৃতি অনুসারে জানা গিয়েছে যে, সৌরশক্তি যেহেতু যথেষ্ট কম মূল্যে পাওয়া যায় তাই দিনের বেলা বিদ্যুতের শুল্ক ২০ শতাংশ পর্যন্ত কমানো থাকবে। এর ফলে সমগ্র দেশের গ্রাহকদেরই সুবিধা হতে চলেছে।
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর তরফে আরো জানানো হয়েছে যে, সন্ধ্যা এবং রাতে তাপ এবং জলবিদ্যুৎ -এর ক্ষমতার পাশাপাশি গ্যাস ভিত্তিক ক্ষমতা ব্যবহার করা হবে। যেহেতু সৌর বিদ্যুতের তুলনায় এই সমস্ত বিদ্যুতের দাম বেশি তাই রাতে বিদ্যুতের শুল্ক বৃদ্ধি করা হবে। বিদ্যুৎ সংক্রান্ত এই নতুন নিয়ম কার্যকর করে ২০৩০ সালের মধ্যে সমগ্র ভারত জুড়ে অ-জীবাশ্ম জ্বালানি থেকে শক্তির ক্ষমতার ৬৫% আহরণ এবং ২০৭০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানির নেট ব্যবহার শূন্য করার লক্ষ্যে অগ্রসর হওয়া যাবে বলেই মনে করা হচ্ছে বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের তরফে।