বাড়িতে বসেই ডাউনলোড করুন জমির পর্চা। বিস্তারিত পদ্ধতি জেনে নিন।

যেকোনো জমির মালিকানা সংক্রান্ত প্রমাণ পত্রের ক্ষেত্রে একটি অকাট্য প্রমাণপত্র হল উক্ত জমির পর্চা। জমি সংক্রান্ত এই নথিটির মাধ্যমে আমরা উক্ত জমির অতীত এবং বর্তমানের মালিকানা সম্পর্কে জানতে পারা যায়। ইতিপূর্বে পশ্চিমবঙ্গের যেকোনো ক্ষেত্রের জমির পর্চা সংগ্রহের জন্য সাধারণ নাগরিকদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হতো। এমনকি নাগরিকদের পর্চা প্রদানের ক্ষেত্রে সরকারি অফিসের কর্মীদেরও যথেষ্ট ঝক্কি পোহাতে হতো। কিন্তু বর্তমানে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে রাজ্যের নাগরিকরা বাড়িতে বসে নিজেদের জমির পর্চা সংগ্রহ করে নিতে পারবেন। আজ্ঞে হ্যাঁ, এখন আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইল অথবা কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে নিজস্ব জমির পর্চা ডাউনলোড করে নিতে পারবেন।

কিভাবে আপনারা ভূমি সংস্কার দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জমির পর্চা ডাউনলোড করে নিতে পারবেন:-

১. বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনার জমির পর্চা ডাউনলোড করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://banglarbhumi.gov.in/BanglarBhumi/ -এ যেতে হবে।

২. এরপর হোম পেজের একেবারে উপরের দিকে থাকা Sign up অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করলেই আপনার সামনে registration এর ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। এই ফর্মটিতে আপনাকে আপনার নাম, আপনার অভিভাবকের নাম, আপনার সম্পূর্ণ ঠিকানা, পছন্দসই পাসওয়ার্ড, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস সঠিকভাবে প্রদান করতে হবে। এরপর আপনার মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেসে আসা OTP সঠিক স্থানে লিখে ক্যাপচা কোডটি লিখে Submit অপশনে ক্লিক করুন।

৩. রেজিস্ট্রেশন এর প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনি পুনরায় হোমপেজে চলে আসুন এবং হোমপেজে থাকা Sign up অপশনে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে Login -এর প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

৪. Login -এর প্রক্রিয়াটি সম্পন্ন হলে হোমপেজের উপরে থাকা Citizen services অপশনে ক্লিক করুন এবং ওই অপশনের আওতায় থাকা Service Delivery বাটনে ক্লিক করুন। পরবর্তীতে Service Delivery -এর অধীনে থাকা ROR Request অপশনে ক্লিক করুন।

৫. পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনার সামনে একটি ফ্ল্যাশ মেসেজ আসবে যাতে কতগুলি ডিক্লারেশন থাকবে। এক্ষেত্রে মেসেজটি পড়ে নিয়ে উক্ত মেসেজে থাকা Exit অপশনে ক্লিক করুন।

৬. এরপর আপনি আপনার জেলা, মৌজা, ব্লক, খতিয়ান নম্বর, আপনার নাম আপনার পিতা অথবা স্বামীর নাম, ঠিকানা সঠিকভাবে পূরণ করে ক্যাপচা কোডটি পূরণ করুন এবং Calculate Fee অপশনে ক্লিক করুন।

৭. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনি আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি পেয়ে যাবেন। এই নম্বরটি পরবর্তীতে প্রয়োজন হবে, সুতরাং এটি কপি করে রাখুন। এরপর আপনাকে পর্চার জন্য প্রয়োজনীয় ফি প্রদান করতে হবে।

৮. পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই পর্চার জন্য আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হবে। ফি পেমেন্ট করা হলে আপনার কাছে যে মেসেজটি আসবে তাতে থাকা Download Challan অপশনে ক্লিক করে পেমেন্টের চালানটি ডাউনলোড করে নিন, এতে থাকা GRN নম্বর এবং ROR নম্বর বা পেমেন্ট রেফারেন্স নম্বরটি আপনার পরবর্তীতে প্রয়োজন হবে।

আরও পড়ুন:- বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করুন, রইলো বিস্তারিত পদ্ধতি।

পর্চা পাওয়া যাবে কিভাবে?

আবেদনের প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করা হলে একটি নির্দিষ্ট সময় পর আপনার রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর এবং সংস্কার দপ্তরের তরফে জমির পর্চা ডাউনলোড করে নেওয়ার জন্য একটি মেসেজ পাঠানো হবে। আর ভূমি সংস্কার দপ্তরের তরফে আপনার ফোনে মেসেজটি পাঠানো হলে তবেই আপনি ভূমি সংস্কার দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার জমির পর্চা ডাউনলোড করে নিতে পারবেন। জমির পর্চা ডাউনলোড করার জন্য আপনাকে যে যে পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে তা হলো:

১. প্রথমেই আপনাকে ভূমি সংস্কার দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটএ যেতে হবে। এরপর হোম পেজের Citizen services অপশনের অধীনে থাকা GRN SEARCH বাটনে ক্লিক করুন।
২. এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার GRN নম্বরটি এবং APPLICATION নম্বরটি সঠিকভাবে লিখে ক্যাপচা কোডটি পূরণ করে Submit অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনি আপনার আবেদন সংক্রান্ত ডিটেইলসগুলি দেখতে পারবেন, এক্ষেত্রে উক্ত পেজের নীচের দিকে থাকা Continue অপশনে ক্লিক করুন।
৩. পরবর্তীতে Download PDF অপশনের মাধ্যমে আপনার জমির পর্চাটি ডাউনলোড করে নিন। এটি আপনি সফট কপি হিসেবে নিজের মোবাইলে অথবা কম্পিউটারে রাখতে পারেন এছাড়াও আপনার প্রয়োজন অনুসারে হার্ড কপি রূপে প্রিন্ট করে যেকোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।

ভূমি সংস্কার দপ্তরের তরফে কার্যকরী এই উদ্যোগটি রাজ্যে জনসাধারণের মধ্যে যথেষ্ট প্রশংসা পেয়েছে। কোন সরকারি প্রতিষ্ঠানের লম্বা লাইনে দাঁড়িয়ে পর্চার জন্য আবেদন পত্র জমা দেওয়ার তুলনায় এই পদ্ধতিটি যথেষ্ট সহজ, এমনকি কোনভাবে যদি পর্চা হারিয়ে যায় তবে মোবাইলে ডাউনলোড করা সফট কপি থেকে পুনরায় পর্চা প্রিন্ট করে নেওয়া সম্ভব। আর এই সমস্ত সুবিধার কারণে রাজ্য সরকারের ভূমি সংস্কার দপ্তরের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের সাধারণ জনগণ।

Leave a Comment