প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রাথমিক টেট এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম দুশ্চিন্তার মেঘ কাটিয়ে বিগত ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তবে এখানেই শেষ নয়, এর প্রায় দেড় মাসের মাথায় প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল এবং তারপরই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ২০২২ -এর পরীক্ষার্থীদের প্রাথমিক টেটের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তবে এক্ষেত্রে মূল যে প্রশ্নটি রয়ে যায় তা হল, প্রাথমিক টেটের সার্টিফিকেট কিভাবে সংগ্রহ করতে হবে? আর এই প্রশ্নের উত্তরে চাকরি-প্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, এখন চাকরিপ্রার্থীরা বাড়িতে বসেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের টেট সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।
কিভাবে আপনারা বাড়িতে বসেই প্রাথমিক টেটের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন:-
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বাড়িতে বসেই প্রাথমিক টেটের সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট https://wbbpe.org/ -এ পৌঁছে যেতে হবে। এরপর উপরোক্ত ওয়েবসাইটের হোম পেইজে থাকা TET-2022 Eligibility Certificate অপশনে ক্লিক করুন।
পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন এই সমস্ত অপশনগুলির মধ্যে থেকে আপনাকে Teacher Eligibility Test, 2022 (TET-2022) অপশনটি নির্বাচন করে নিতে হবে। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা TET-2022 CERTIFICATE – DOWNLOAD অপশনে ক্লিক করুন।
উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ নির্ভুলভাবে উল্লেখ করে Download Your Certificate বাটনে ক্লিক করতে হবে। Download Your Certificate অপশনটিতে ক্লিক করলেই আপনার মোবাইলে প্রাথমিক টেটের সার্টিফিকেটটি পিডিএফ রূপে ডাউনলোড হয়ে যাবে। এই সার্টিফিকেটটি আপনি আপনার প্রয়োজন অনুসারে সফট কপি রূপে ব্যবহার করতে পারেন অথবা প্রিন্ট করে নিয়ে হার্ডকপি রূপে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন:- হাতের মুঠোয় ইনস্টাগ্রামের ব্লু টিক, কিভাবে পাবেন জেনে নিই।
তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নয়, West Bengal Board of Primary Education -এর অফিসিয়াল ওয়েবসাইট https://wbbprimaryeducation.org/ থেকেও আপনারা প্রাথমিক টেটের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন -এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে হবে, এরপর উক্ত ওয়েবসাইটের হোম পেজের নিচের দিকে থাকা TET-2022 Eligibility Certificate অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে, এই পেইজে যে অপশনগুলি থাকবে তার মধ্যে থেকে Teacher Eligibility Test, 2022 (TET-2022) অপশনটি নির্বাচন করে নিন এবং উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে প্রাথমিক টেট পরীক্ষার সার্টিফিকেট ডাউনলোড করে নিন।