হাতের মুঠোয় ইনস্টাগ্রামের ব্লু টিক, কিভাবে পাবেন জেনে নিই।

এতদিন পর্যন্ত ইনস্টাগ্রামে ব্লু টিক পাওয়ার জন্য সাধারণ নেটিজেন থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটার এমনকি বিশিষ্ট অভিনেতা থেকে শুরু করে খেলোয়াড় প্রত্যেককেই যথেষ্ট কাঠ, খড় পোড়াতে হতো। কিন্তু বর্তমানে সাধারণ নেটিজেন হোক বা কনটেন্ট ক্রিয়েটর ব্লু টিক পাওয়ার জন্য কাউকেই বিশেষ সমস্যার সম্মুখীন হতে হবে না। কিছুদিন পূর্বেই Meta -এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এখন থেকে মাসিক সাবস্ক্রিপশনের বিনিময় ইনস্টাগ্রাম এবং ফেসবুকের ব্লু টিক কিনে নিতে পারবেন সাধারণ নাগরিক থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর, এমনকি বিশিষ্ট ব্যক্তিরাও। অর্থাৎ বর্তমানে আপনি চাইলেই ফেসবুক এবং ইনস্টাগ্রাম -এর ব্লু টিক কিনে নিতে পারবেন।

কত টাকার বিনিময়ে ইনস্টাগ্রাম -এর ব্লু টিক কেনা যাবে?

Meta -এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে, মাত্র ৬৯৯ টাকা মাসিক সাবসক্রিপশনের বিনিময়ে যেকোনো ব্যক্তি ইনস্টাগ্রামের ব্লু টিক কিনে নিতে পারবেন। সুতরাং এখন আপনি চাইলেও প্রত্যেক মাসে মাত্র ৬৯৯ টাকা ব্যয় করে ইনস্টাগ্রামের ব্লু টিক কিনে নিতে পারবেন।

ব্লু টিক কেনার জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে?

ইনস্টাগ্রামের ব্লু টিক কেনার জন্য আপনাকে প্রথমেই নিজস্ব Instagram অ্যাকাউন্টটি খুলে নিতে হবে। এরপর আপনার সামনে থাকা পেজের উপরে ডান দিকে থাকা থ্রি লাইনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে ব্লু টিক কেনার ক্ষেত্রে প্রয়োজনীয় অপশন চলে আসবে। এক্ষেত্রে যদি অপশনটি না আসে তবে Settings and Privacy অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা Account Center অপশনে ক্লিক করুন।

তারপর পুনরায় আপনার সামনে একটি নতুন পেজ আসবে, এই পেজে থাকা অপশনগুলির মধ্যে থেকে একেবারে নিচের দিকে থাকা Meta Verified অপশনটি নির্বাচন করে নিন। উপরোক্ত অপশনে ক্লিক করলে পরবর্তীতে যে পেজটি আপনার সামনে চলে আসবে তাতে আপনি ব্লু টিক -এর মাধ্যমে কি কি সুবিধা পেতে চলেছেন তা সম্পর্কে সমস্ত তথ্য উল্লেখ করা থাকবে। সমস্ত তথ্য পড়ে নিয়ে পেজটির নিচের দিকে থাকা Get Started অপশনে ক্লিক করুন।

আরও পড়ুন:- স্বল্প বিনিয়োগে কোচিং সেন্টার শুরু করে প্রত্যেক মাসে যথেষ্ট টাকা উপার্জন করে নিন।

উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে, এই পেজে থাকা Subscribe for 699 per month অপশনে ক্লিক করুন। এরপর আপনি উক্ত পেজের নিচের দিকে থাকা Pay Now অপশনে ক্লিক করুন। এরপর পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করলেই মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। অর্থাৎ আপনি সম্পূর্ণ ১ মাসের জন্য ব্লু টিক পেয়ে যাবেন।

যদি ব্লু টিক পাওয়ার জন্য প্রয়োজনীয় অপশনটি না পাওয়া যায় তবে কি করবেন?

বিভিন্ন ক্ষেত্রে রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে, এখনো পর্যন্ত Facebook এবং Instagram ব্যবহারকারী সমস্ত নাগরিক মেটার এই নতুন আপডেট পাননি, যার কারণে অনেকেই ব্লু টিক -এর সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক হলেও আপডেট না পাওয়ার কারণে তা নিতে পারছেন না। আপনার ক্ষেত্রেও যদি এই এক সমস্যা থেকে থাকে তবে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ইনস্টাগ্রামের লেটেস্ট আপডেট ডাউনলোড করে নিন, তারপর পুনরায় চেক করুন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে ইনস্টাগ্রামের লেটেস্ট আপডেট ডাউনলোড করার পরই গ্রাহকরা ব্লু টিক -এর সাবস্ক্রিপশনের নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় অপশনটি পেয়ে গেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, মেটার তরফে ফেসবুক এবং ইনস্টাগ্রামের ব্লু টিক -এর সাবস্ক্রিপশনের ব্যবস্থা করা হলেও প্রত্যেকেই চাইলে এই সাবস্ক্রিপশন নিতে পারবেন না। ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে আবেদনকারী ব্যক্তির বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে, এছাড়াও আবেদনকারী ব্যক্তির যথেষ্ট সরকারি পরিচয় পত্র থাকা আবশ্যক। জানা গিয়েছে যে, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে Meta -এর তরফে এই বিশেষ পরিষেবা কার্যকর করা হয়েছে। ইতিমধ্যেই ভারত সহ অন্যান্য দেশগুলির বহু সংখ্যক নাগরিক ইনস্টাগ্রাম এবং ফেসবুকের ব্লু টিক -এর সাবস্ক্রিপশন কিনে নিয়েছেন। আগামী দিনে আরও বেশি সংখ্যক নাগরিক ব্লু টিক -এর সাবস্ক্রিপশন কিনে নেবেন বলেই মনে করা হচ্ছে Meta -এর কর্তৃপক্ষের তরফে।

Leave a Comment