বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করুন, রইলো বিস্তারিত পদ্ধতি।

বর্তমানে পরিবহণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গাড়ির ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা থেকে শুরু করে গাড়ি সংক্রান্ত নানাবিধ পরিষেবা প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসায় বাড়িতে বসে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন জানানো সম্ভব তা জানতে সমগ্র রাজ্যে সাধারণ মানুষ রীতিমতো উৎসুক হয়ে উঠেছে। যার কারণে আজকের এই পোষ্টে কিভাবে আপনারা বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স -এর জন্য আবেদন জানাতে পারবেন সেই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চলেছি।

তবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানার পূর্বে পরিবহণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কি কি সুবিধা পেয়ে যাবেন তা সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-

১. পরিবহণ দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে পরিবহণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন পারমিট প্রদান থেকে শুরু করে অস্থায়ী পারমিট, পারমিট রিনিউ, পারমিটের জন্য অফার লেটার, পারমিট সারেন্ডার, পারমিট বাতিল এবং রাজ্যজুড়ে যাতায়াত করার জন্য পণ্যবাহী গাড়ির পারমিট সহ বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করা হবে।

২. গাড়ির পারমিট সংক্রান্ত পরিষেবার পাশাপাশি গাড়ির ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স রিনিউ, লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা পরিবর্তন, ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স, আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স সহ লাইসেন্স সংক্রান্ত একাধিক পরিষেবা প্রদান করা হবে পরিবহণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

৩. পরিবহণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুধুমাত্র গাড়ির পারমিট সংক্রান্ত কিংবা গাড়ি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরিষেবা পাওয়া যাবে এমনটা নয়। এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ নাগরিকরা গাড়ির মালিকানা পরিবর্তন, গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট, গাড়ি রেজিস্ট্রেশন রিনিউ, গাড়ির হাইপোথিকেশন, রোড ট্যাক্স পেমেন্ট, রোড ট্যাক্স সার্টিফিকেট, কমার্শিয়াল সার্টিফিকেট ও রিনিউ সহ নানাবিধ পরিষেবা নাগরিকরা তাদের বাড়িতে বসেই হাতের মুঠোয় পেয়ে যাবেন।

৪. তবে এখানেই শেষ নয়, এছাড়াও আপনারা গাড়ির পলিউশন সার্টিফিকেট, ই-চালান, ফিটনেস সার্টিফিকেট, ট্রেড সার্টিফিকেট, বাহন গ্রিন সেবা, ফ্যান্সি নম্বর, অনলাইনে চেকপোস্ট ট্যাক্স সহ নানাবিধ সুবিধা, বাড়িতে বসেই পরিবহণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে পাওয়া সম্ভব।

আরও পড়ুন:- শুরু করুন সাইবার ক্যাফের ব্যবসা এবং প্রতি মাসে আয় করুন ভালো পরিমাণ টাকা।

বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্স -এর জন্য আবেদন জানাবেন কিভাবে?

১. অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে পরিবহণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://parivahan.gov.in/parivahan/ -এ যেতে হবে এবং হোম পেজ এর মেনু বারে থাকা অপশনগুলির মধ্যে থেকে Online Services অপশনে আপনাকে ক্লিক করতে হবে।

২. এরপর আপনার সামনে পুনরায় কতগুলি অপশন চলে আসবে। এর মধ্যে থেকে আপনি Driving Licence related services অপশনে ক্লিক করুন এবং আপনার সামনে আসার নতুন পেজটির একেবারে নিচের দিকে থাকা Please select the State from where the service is to be taken অপশনের আওতায় আপনার রাজ্যের নাম সঠিকভাবে নির্বাচন করে নিন।

৩. উপরোক্ত প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করলে আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে যাতে আপনি পরিবহন দপ্তরের তরফে কার্যকরী ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নানা ধরনের সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় অপশনগুলি দেখতে পারবেন।

৪. ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আপনার লার্নার লাইসেন্স থাকা আবশ্যক। আপনার যদি লার্নার লাইসেন্স না থাকে তবে উক্ত পেজে থাকা LEARNER LICENCE অপশনটিতে ক্লিক করুন এবং লাইসেন্সের জন্য আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। এরপর নির্দিষ্ট দিনে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবেই আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন জানাতে পারবেন। অন্যদিকে আপনার যদি লার্নার লাইসেন্স থেকে থাকে তবে Apply for Driving Licence অপশনে ক্লিক করুন।

৫. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Continue অপশনে ক্লিক করুন এবং পরবর্তী পেয়েছি Holding Learner Licence অপশনটি নির্বাচন করে নিয়ে আপনার লার্নার লাইসেন্স নম্বর এবং জন্ম তারিখ সঠিকভাবে লিখে নিয়ে OK অপশনে ক্লিক করুন।

apply-for-driving-licence

৬. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে আপনার নাম, ঠিকানা সহ সমস্ত তথ্য চলে আসবে। এরপর আপনি কোন ধরনের গাড়ি জন্য ড্রাইভিং লাইসেন্স নিতে চাইছেন তা সঠিকভাবে নির্বাচন করে নিয়ে নিচে থাকা Submit অপশনে ক্লিক করুন।

৭. পরবর্তীতে আপনার সামনে Acknowledgement slip টি চলে আসবে। পরবর্তী সময়ে এটি প্রয়োজন হবে সুতরাং আপনার ফোনে এটি পিডিএফ রূপে সেভ করে রাখুন এবং Next বাটনে ক্লিক করুন। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা Proceed অপশনে ক্লিক করুন।

৮. এরপর সামনে আসা পেজটিতে থাকা Submit অপশনে ক্লিক করুন এবং পরবর্তী পেজটিতে যে ok অপশনটি থাকবে তাতে ক্লিক করুন। এরপর আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সঠিকভাবে আপলোড করতে হবে। ডকুমেন্টগুলি সঠিকভাবে আপলোড করা হলে Next অপশনে ক্লিক করুন।

৯. এরপর আপনাকে পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন হলে Home অপশনে ক্লিক করুন।

১০. উপরোক্ত অপশনে ক্লিক করে হোমপেজে থাকা Appointments অপশনে ক্লিক করুন এবং উক্ত অপশনের অধীনে থাকা অপশনগুলির মধ্যে থেকে DL Test Slot Booking অপশনটি নির্বাচন করুন।

১১. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি আপনার লার্নার লাইসেন্স নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর -এর মাধ্যমে স্লট বুক করতে পারবেন। আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন নম্বরের মাধ্যমে স্লট বুক করতে চান তবে ওই পেজে থাকা Application Number অপশনে ক্লিক করুন। অন্যদিকে লার্নার লাইসেন্স অপশনের মাধ্যমে স্লট বুক করতে চাইলে Learner Licence Number অপশনটি নির্বাচন করুন।

১২. এরপর আপনাকে আপনার লার্নার লাইসেন্স নম্বর অথবা অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ এবং ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে লিখে Submit অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তার একেবারে নিচের দিকে আপনি যে গাড়ির ড্রাইভিং লাইসেন্স -এর জন্য আবেদন করতে চাইছেন তার পাশে ক্লিক করতে হবে এবং Proceed to Book অপশনে ক্লিক করতে হবে।

১৩. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা BOOK SLOT অপশনে ক্লিক করে আপনার পছন্দ অনুসারে স্লট বুক করতে হবে।
ওই নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট সময় আপনাকে আপনার পছন্দ সই RTO অফিসে গিয়ে ড্রাইভিং টেস্ট দিতে হবে। ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হলেই একটি নির্দিষ্ট সময় পর আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে যাবেন।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-

১. লার্নার লাইসেন্স
২. স্থায়ী ঠিকানা প্রমাণ পত্র

Leave a Comment