পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কল্যাণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প কার্যকর করা হয়েছে। আর এই জনকল্যাণমূলক প্রকল্পগুলির সমস্ত প্রকার সুবিধা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকার প্রকল্প কার্যকর করা হয়েছিল। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে বসবাসকারী সাধারণ জনগণ রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যকরী এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারেন না। আর এই সমস্ত প্রকল্প সম্পর্কে না জানার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সাধারণ জনগণ এই সমস্ত প্রকল্পের সুবিধা পান না। যার জেরে রাজ্যের সাধারণ মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কার্যকরী এই জনদরদী প্রকল্পগুলির সমস্ত প্রকার সুযোগ-সুবিধা পৌঁছে দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুয়ারে সরকার প্রকল্পের আয়োজন করা হয়েছিল।
বিগত এপ্রিল মাসে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। আর এই ক্যাম্পের মাধ্যমে সমগ্র রাজ্যের সাধারণ জনগণের জন্য ১৬ টি সরকারি দপ্তরের ৩৩ টি পরিষেবা কার্যকর করা হয়েছিল। রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে এপ্রিল মাসে সমগ্র রাজ্যের বিভিন্ন জেলাতে যেসকল দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজিত হয়েছিল তার মাধ্যমে সমগ্র রাজ্যের কয়েক লক্ষ জনগণ পশ্চিমবঙ্গ সরকারের নানাবিধ প্রকল্পের সুবিধা পেয়েছিলেন।
তবে সমস্যা অন্য ক্ষেত্রে। রাজ্য সরকারের তরফে কার্যকরী প্রকল্পগুলির আওতায় আবেদন জানালেও এই সমস্ত প্রকল্পগুলির আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানার কোন উপায় নেই। আর পশ্চিমবঙ্গের জনগণের এই সমস্যার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে রাজ্যবাসী দুয়ারে সরকারের মাধ্যমে যে যে প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন, সেই সমস্ত প্রকল্পের স্ট্যাটাস সম্পর্কে জেনে নিতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসেই দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন জানানো যেকোনো প্রকল্পের স্ট্যাটাস সম্পর্কে জেনে নিতে পারবেন:-
১. দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন জানানোর প্রকল্পের স্ট্যাটাস সম্পর্কে জানার জন্য প্রথমেই আপনাকে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://ds.wb.gov.in/ -এ যেতে হবে।
২. এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Check Your Application Status (https://ds.wb.gov.in/Check_Application_Status.aspx) অপশনে ক্লিক করুন।
৩. উপরোক্ত অপশন ক্লিক করলে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি দুয়ারে সরকারের মাধ্যমে কোন প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন এবং আপনার রেজিস্ট্রেট মোবাইল নম্বর উভয়ই সঠিকভাবে লিখতে হবে।
৪. উপরোক্ত তথ্যগুলি সঠিকভাবে প্রদান করলেই আপনি দুয়ারে সরকারের মাধ্যমে যে সমস্ত প্রকল্পগুলিতে আবেদন জানিয়েছেন তার স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
কারা এই সুবিধা পাবেন?
রাজ্য সরকারের তরফে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে, শুধুমাত্র দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন জানালেই আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে। যে সমস্ত ব্যক্তিরা পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিস অথবা এসডিও অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে পরবর্তীতে সেই আবেদন পত্র প্রয়োজনীয় নথি সহকারে জমা করেছেন তারা কোনভাবেই দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন না। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা ২০২৩ সালের এপ্রিল মাসে আয়োজিত দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের আওতাভুক্ত প্রকল্পগুলির জন্য আবেদন জানিয়েছিলেন, তারাই কেবলমাত্র দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ওই সমস্ত প্রকল্পের আবেদনপত্রের স্ট্যাটাস চেক করার সুবিধা ভোগ করবেন।
আরও পড়ুন:- বাড়িতে বসেই কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করার সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন।
রাজ্যের সাধারণ জনগণের কথা মাথায় রেখে দুয়ারে সরকারের কর্তৃপক্ষের তরফে এই বিশেষ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এর ফলে একদিকে যেমন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সরকারি কর্মীদের কাজের ঝক্কি কমবে, ঠিক তেমনভাবেই সাধারণ জনগণও কাজের ক্ষেত্রে বেশ খানিকটা সুবিধা পাবেন বলেই মনে করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। ইতিপূর্বে এরূপ কোন ব্যবস্থা না থাকায় দুয়ারে সরকারের মারফত রাজ্যবাসী যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন সেই আবেদনের স্ট্যাটাস, কবে থেকে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, আদৌ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কিনা, আবেদনপত্র বাতিল করা হয়েছে কিনা, বাতিল করা হলে কি কারণে করা হয়েছে এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানা যেত না।
যার ফলে বহু যোগ্য আবেদনকারী এই সমস্ত প্রকল্পের অধীনে সুবিধা পেতেন না। এমনকি অনেক ক্ষেত্রেই দুয়ারে সরকারের আওতাধীন প্রকল্পের স্ট্যাটাস জানার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে বিডিও অফিস কিংবা পঞ্চায়েত অফিস অথবা এসডিও অফিস থেকে বারংবার ঘুরে আসতে হতো। আর এই সমস্ত সমস্যা থেকে মুক্ত করার জন্যই রাজ্য সরকারের তরফে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে বিশিষ্ট ব্যক্তিদের তরফে। যদিও রাজ্য সরকারের তরফে গৃহীত এই বিশেষ পদক্ষেপ ইতিমধ্যেই সমগ্র রাজ্যের সাধারণ জনগণের মন জিতেছে। এমনকি শুধুমাত্র সাধারণ জনগণের ক্ষেত্রে নয় রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ রাজ্যের রাজনৈতিক মহলের ব্যক্তিত্বদের কাছেও বারংবার প্রশংসিত হয়েছে।