ঘরে বসে মোবাইলের মাধ্যমে নতুন ইমেল আইডি খুলবেন কিভাবে? জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি।

প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের হাতে স্মার্টফোন থেকে শুরু করে ইন্টারনেট ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেইসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে নানা ধরনের অনলাইন শপিং অ্যাপ, ফুড ডেলিভারি অ্যাপ এসে পৌঁছেছে। তবে এই সমস্ত অ্যাপের মাধ্যমে নানা রকম সুবিধা পাওয়ার জন্য প্রথমেই এই সমস্ত অ্যাপে অ্যাকাউন্ট ওপেন করা প্রয়োজন। আর এই সমস্ত অ্যাপে অ্যাকাউন্ট ওপেন করার জন্য ইমেইল অ্যাড্রেস প্রয়োজন হবেই। তবে যে শুধুমাত্র এই সমস্ত অ্যাপগুলোর জন্য ইমেইল অ্যাড্রেস প্রয়োজন হয়ে থাকে তা নয়, নানা ধরনের অফিসিয়াল কাজকর্ম থেকে শুরু করে ব্যক্তিগত বিভিন্ন প্রকার কাজকর্মের জন্যও ইমেইল অ্যাড্রেস প্রয়োজন হয়ে থাকে। এমনকি বর্তমানে ইমেইল অ্যাড্রেস ছাড়া বহু ক্ষেত্রের ফর্ম পূরণও সম্ভব হয় না।

কিভাবে ইমেইল এড্রেস খোলা সম্ভব?

বাড়িতে বসেই আপনি মোবাইলের মাধ্যমে নিজের ইমেইল অ্যাড্রেস বা ইমেইল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ফোনে থাকা Gmail অ্যাপটি ওপেন করে নিতে হবে। অ্যাপটি ওপেন করলে আপনার সামনে যে পেজটি আসবে তার ওপরের দিকে থাকা আইকনে ক্লিক করুন এবং আপনার সামনে আসা ইন্টারফেসে থাকা Add Another Account অপশনে ক্লিক করুন।

পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে Set Up Email অপশনের অধীনে থাকা Google অপশনটি নির্বাচন করে নিন। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা Create Account অপশনে ক্লিক করুন। Create Account অপশনে ক্লিক করলেই আপনার সামনে For Myself এবং For Business নামক দুটি অপশন চলে আসবে, এই অপশন দুটির মধ্যে থেকে আপনাকে For Myself অপশনটি বেছে নিতে হবে।

আরও পড়ুন:- আখের রসের ব্যাবসা করে প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করুন।

উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার first name এবং last name সঠিকভাবে লিখতে হবে। নাম এবং পদবী নির্ভুল বানানে লিখে ওই পেজের নিচে থাকা Next অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার জন্ম তারিখ সংক্রান্ত তথ্য এবং জেন্ডার সঠিকভাবে উল্লেখ করতে হবে। এরপর এই নতুন পেজটির নিচে থাকা Next অপশনে ক্লিক করতে হবে।

এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে গুগল থেকে বিভিন্ন ধরনের ইমেইল অ্যাড্রেসের সাজেশন দেওয়া হবে এবং আপনি ওই সাজেশনগুলির মধ্যে থেকে যেকোনো একটি ইমেইল অ্যাড্রেস বেছে নিতে পারবেন। এছাড়াও সাজেশনগুলির নিচে থাকা Create your own gmail address অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি নিজের পছন্দসই ইমেইল এড্রেসও তৈরি করতে পারবেন। এক্ষেত্রে নিজের পছন্দসই ইমেইল এড্রেস তৈরি করে নিয়ে নিচে থাকা Next অপশনে ক্লিক করুন।

নিজস্ব ইমেল অ্যাড্রেস তৈরি করা হলে আপনাকে ইমেইল অ্যাড্রেসটিকে সুরক্ষিত করার জন্য পাসওয়ার্ড নির্বাচন করতে হবে। এক্ষেত্র আপনি গুগলের সাজেশন অনুসারে পাসওয়ার্ড তৈরি করতে পারেন অথবা নিজের পছন্দ অনুসারে পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন। পাসওয়ার্ড তৈরি করা হলে উক্ত পেজের নিচে থাকা Next অপশনে ক্লিক করুন।

পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তার নিচের দিকে থাকা Yes, I’m in অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার ইমেইল অ্যাড্রেসটি চলে আসবে, এক্ষেত্রে পেজের নিচের দিকে থাকা Next অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে যাতে ইমেইল অ্যাড্রেস সংক্রান্ত নানাবিধ টার্মস এন্ড কন্ডিশন উল্লেখ করা থাকবে। এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলিকে accept করার জন্য উক্ত পেজের নিচের দিকে থাকা I agree অপশনে ক্লিক করুন, তাহলে আপনার ইমেইল আইডি তৈরি হয়ে যাবে। উপরোক্ত প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করলেই আপনিও বাড়িতে বসেই নিজস্ব ইমেইল অ্যাড্রেস তৈরি করে নিতে পারবেন।

Leave a Comment