২০২১ -এর বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সাধারণ মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কার্যকরী বিভিন্ন প্রকার প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকারের ক্যাম্প কার্যকর করা হয়েছিল। মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে বসবাসকারী সাধারণ নাগরিকরা যাতে রাজ্য সরকারের তরফে কার্যকরী প্রকল্পগুলি সম্পর্কে সমস্ত সঠিক তথ্য জানতে পারে এবং নিজেদের যোগ্যতা অনুসারে এই প্রকল্পগুলির আওতায় আবেদন জানাতে পারে তা নিশ্চিত করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকারের ক্যাম্প কার্যকর করা হয়েছিল।
তবে সময় যতই এগিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফেও বিভিন্ন প্রকার প্রকল্প সম্পর্কিত বিষয়গুলিকে ততই অনলাইনের মারফত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই শুভ উদ্যোগেই বর্তমানে এমন এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে পশ্চিমবঙ্গের নাগরিকরা বাড়িতে বসেই দুয়ারে সরকারের প্রকল্পের তালিকা সম্পর্কে জেনে নিতে পারবেন। তবে বাড়িতে বসেই দুয়ারে সরকারের ক্যাম্পে কি কি প্রকল্পের সুবিধা মিলবে তা জানার জন্য আপনাকে যে যে ধাপগুলি অনুসরণ করতে হবে তা হলো:-
১. দুয়ারে সরকারের মাধ্যমে কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে তা জানার জন্য প্রথমেই আপনাকে রাজ্য সরকারের তরফে কার্যকরী দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://ds.wb.gov.in/ -এ পৌঁছে যেতে হবে।
২. এরপর উপরোক্ত ওয়েবসাইটের হোম পেইজে থাকা Know Your Schemes অপশনে ক্লিক করুন।
৩. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে আসা নতুন পেজটিতে আপনি দুয়ারে সরকারের ক্যাম্পের আওতাধীন প্রকল্পগুলির নামের তালিকা দেখে নিতে পারবেন।
৪. এক্ষেত্রে আপনি যদি কোনো বিশেষ স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তবে উক্ত প্রকল্পের নামের ডান দিকে থাকা View Scheme Details অপশনে ক্লিক করলেই আপনি ওই স্কিমটি সম্পর্কে সমস্ত প্রকার তথ্য জেনে নিতে পারবেন।
আরও পড়ুন:- স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করবেন কিভাবে জেনে নিন।
ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্যের সাধারণ মানুষের সুবিধার খাতিরে বিভিন্ন ধরনের প্রকল্প, যোজনা, স্কিম কার্যকর করা হয়েছে। তবে জনকল্যাণের উদ্যোগে এই সমস্ত প্রকল্প, যোজনা, স্কিমগুলি কার্যকর করা হলেও প্রচারের অভাবে এই স্কিমগুলি প্রকৃত প্রয়োজনশীল মানুষের থেকে দূরেই রয়ে গিয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী গ্রাম্য মানুষেরা রাজ্য সরকারের তরফে কার্যকরী বিভিন্ন প্রকার প্রকল্প এবং যোজনার আওতায় সুবিধার না পাওয়ার অভিযোগ তুলেছেন। আর তাতেই রাজ্যের জনসাধারণের এই সমস্ত অভিযোগ দূর করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রকল্প কার্যকর করা হয়েছিল, এমনটাই জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য। যদিও বর্তমানে সমগ্র রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সাধারণ জনগণের কাছে দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফে কার্যকরী প্রকল্পগুলি সম্পর্কে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
তবে এখানেই শেষ নয়, দুয়ারে সরকারের সমস্ত রকম সুবিধা যাতে পশ্চিমবঙ্গবাসীর কাছে পৌঁছে যেতে পারে তার জন্য মুখ্যমন্ত্রীর তরফে পাড়ায় সমাধান ক্যাম্পও কার্যকর করা হয়েছে। আর এই সমস্ত কিছুর পাশাপাশি দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে আপনারা বাড়িতে বসেই দুয়ারে সরকারের মাধ্যমে কোন কোন প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করা সম্ভব তা থেকে শুরু করে দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন জানানো প্রকল্পের স্ট্যাটাস সম্পর্কে সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। সুতরাং আপনিও যদি দুয়ারে সরকারের মাধ্যমে কোনো প্রকল্পের অধীনে আবেদন জানাতে ইচ্ছুক হয়ে থাকেন এবং সেই প্রকল্প সম্পর্কে দ্বিধা-দ্বন্ধে ভুগে থাকেন তবে উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে দুয়ারে সরকারের অফিসের ওয়েবসাইটের মাধ্যমে অত্যন্ত সহজেই উক্ত প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিতে পারবেন।