নাগরিকদের সুবিধার্থে পশ্চিমবঙ্গে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে উদ্যোগী ভারতীয় রেল।

সমগ্র পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের জন্য রয়েছে এক দারুণ সুখবর। দূরপাল্লার গন্তব্য হোক বা প্রতিদিনের যাতাযাত সমস্ত ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের নাগরিকদের ভরসা হয়ে দাঁড়িয়েছে ট্রেন। আর তাতেই ভারতীয় রেলের তরফে এমন এক বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা থেকে সমগ্র পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ বিশেষভাবে লাভবান হতে চলেছেন। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এই চলতি মাসে অর্থাৎ আগস্ট মাসেই চতুর্থ বন্দে ভারত ট্রেনটির উদ্বোধন হতে চলেছে, আর সেটিও হাওড়া থেকেই পরিষেবা প্রদান করবে।

বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য মারফত আরো জানা গিয়েছে যে, ইতিপূর্বে যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছিল সেগুলি যথাক্রমে হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি ও হাওড়া-পুরী রুটে পরিষেবা প্রদান করে থাকে। তবে নতুন যে বন্ধ ভারত ট্রেনটি চালু হতে চলেছে তা পশ্চিমবঙ্গ এবং বিহারের মধ্যে দ্রুত যাতাযাতের ক্ষেত্রে কার্যকরী হবে। মূলত টাইমস অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, চলতি মাসে আগস্ট মাসে যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন হতে চলেছে তা পশ্চিমবঙ্গের হাওড়া থেকে বিহারের রাজধানী পাটনার মধ্যে পরিষেবা প্রদান করবে।

vande-bharat-express

এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন মোট ৫৩৫ কিমি পথ অতিক্রম করবে এবং মাত্র ৭ ঘণ্টায় হাওড়া থেকে যাত্রীদের পাটনায় পৌঁছে দেবে। আর ৭ ঘন্টায় হাওড়া থেকে পাটনা পৌঁছাতে গেলে বন্দে ভারত ট্রেনটিকে ৯০ কিমি প্রতি ঘন্টা থেকে শুরু করে ১১০ কিমি প্রতি ঘন্টা বেগে চলতে হবে। যদিও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সর্বোচ্চ ১৬০ কিমি প্রতি ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু যাত্রীদের সুরক্ষার খাতিরে কোন রুটেই ওই বেগে ট্রেন চালানো হয় না। ভারতীয় রেলের তরফে প্রকাশিত তথ্য মারফত আরো জানা গিয়েছে যে, হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার জন্য নানাবিধ ব্যবস্থাপনা গ্রহণ করা শুরু করেছে ভারতীয় রেল। নতুন ভারত ট্রেনটির সময়, ভারত, ট্র্যাক নিয়েও কাজ শুরু করেছে ভারতীয় রেল। পাটনা, হাওড়া এবং আসানসোল অঞ্চলের রেলের ট্যাকগুলিকে উন্নত করার দিকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল, এমনটাই জানা গিয়েছে ভারতীয় রেলে কর্মরত এক বিশিষ্ট ব্যক্তিত্বের তরফে।

আরও পড়ুন:- কী কী কারণে সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতাধীন অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হতে পারে, জেনে নিন।

ভারতীয় রেলের তরফে এখনো পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস -এর কোনরূপ ভাড়া নির্ধারণ না করা হলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, পাটনা-হাওড়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া ২৬৫০ টাকা হতে পারে। মূলত যে সমস্ত নাগরিকরা এসি এক্সেকিউটিভ চেয়ার কারের মাধ্যমে যাত্রা করবেন তাদের ২৬৫০ টাকা ভাড়া প্রদান করতে হবে। অন্যদিকে যে সমস্ত যাত্রীরা এসি চেয়ার কারে যাত্রা করবেন তাদের ১৪৫০ টাকা ভাড়া গুনতে হবে। বিশেষজ্ঞদের তরফে আরো জানানো হয়েছে যে, এই টিকিটের দামেই যাত্রীরা খাবার পেয়ে যাবেন। অন্যদিকে একইভাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, পাটনা-হাওড়া রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি আসানসোল ও জাসিদিহ-তে দাঁড়াবে। যদিও ভারতীয় রেলের তরফে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া কিংবা স্টপেজ নিয়ে কোন প্রকার তথ্য জারি করা হয়নি।

Leave a Comment