আপনার আইফোনটি আসল নাকি নকল, কয়েক মিনিটে জেনে নিন।

বর্তমানে সমগ্র ভারত তথা বিশ্ব জুড়ে আইফোনের চাহিদা রীতিমতো তুঙ্গে রয়েছে। প্রিয় মানুষটির জন্মদিন হোক বা অ্যানিভার্সারি অথবা যেকোনো প্রকার আনন্দ অনুষ্ঠান, এই সমস্ত যেসকল গিফট দেওয়া হয়ে থাকে তার একেবারে শীর্ষে রয়েছে আইফোনের নাম। আর তাই সমগ্র ভারত জুড়ে বেশ কিছু অসাধু ব্যবসায়ী আইফোনকে কেন্দ্র করে নিজেদের ব্যবসা ফেঁদে বসেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা আইফোনের মতই বিভিন্ন প্রকার নকল আইফোন বাজারে লঞ্চ করেছে। এর মধ্যে বেশ কিছু এমন আইফোনও রয়েছে যেগুলি দেখে আসল নাকি নকল তা চিহ্নিত করা সম্ভব নয়, যার কারণে বহু মানুষকে প্রতারণার শিকার হতে হয়েছে। আর তাতেই আজকের এই পোস্টে আমরা এমন কতগুলি বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা করতে চলেছি যার মাধ্যমে আপনারা মাত্র কয়েক মিনিটেই জেনে নিতে পারবেন আপনার হাতে থাকা আইফোনটি আসল নাকি নকল।

আপনার হাতে থাকা আইফোনটি আসল নাকি নকল তা বোঝার ক্ষেত্রে প্রথম যে বিষয়টির কথা উল্লেখ করতে হয় তা হল IMEI নম্বর। আইফোন কেনার সময় বাক্সের উপরে থাকা IMEI নম্বরটি যাচাই করে নেওয়ার মাধ্যমে আপনি যে আইফোনটি কিনতে চলেছেন তা আসল নাকি নকল সেই বিষয়ে জেনে নিতে পারবেন। এর জন্য আপনাকে Apple -এর অফিসিয়াল ওয়েবসাইট https://checkcoverage.apple.com/in/en -এ যেতে হবে এবং আপনার ফোনের IMEI নম্বরটি যাচাই করে নিতে হবে।

iphone-is-original-or-not

অন্যদিকে, আপনি যদি বর্তমানে আইফোন ব্যবহার করে থাকেন এবং আপনার আইফোনটি আসল কি নকল তা নিয়ে আপনার মনে নানান রকম প্রশ্ন থেকে থাকে তবে আপনার আইফোনের সিরিয়াল নম্বরটি যাচাই করার মাধ্যমেও আপনি সেটি আপনার আইফোনটি আসল নাকি নকল তা সম্পর্কে জেনে নিতে পারবেন। আইফোনের serial নম্বর পাওয়ার জন্য আপনাকে আপনার আইফোনের সেটিংসে গিয়ে General অপশনে ক্লিক করতে হবে এবং Serial number অপশনের আওতাধীন সিরিয়াল নম্বরটি কপি করে নিতে হবে। এরপর Apple -এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সিরিয়াল নম্বরটি যাচাই করার মাধ্যমে আপনার কাছে যে আইফোনটি রয়েছে সেটি আসল নাকি নকল তা সম্পর্কে জেনে নিতে পারবেন।

আরও পড়ুন:- এখন বাড়িতে বসেই শুরু করুন আলুর চিপস তৈরির ব্যবসা এবং প্রতিমাসে ইনকাম করুন ভালো পরিমাণ টাকা।

এছাড়াও আইফোনের বেশ কিছু ইউনিক ফিচার্স রয়েছে যেগুলি অন্য ফোনে থাকেনা। আর এই সমস্ত ফিচার্সগুলি হল-
১. iPhone X এবং তার পরবর্তী মডেলগুলিতে Apple -এর তরফে ফোন ডিসপ্লের চারপাশে এক বিশেষ ধরনের পাতলা বেজেল ব্যবহার করা হয়েছে, যা অন্য কোন ফোনে থাকে না। এক্ষেত্রে আপনার আইফোনটি যদি নকল হয় তবে আসল আইফোনের তুলনায় মোটা বেজেল থাকবে।
২. বিভিন্ন সুত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, শুধুমাত্র Apple কোম্পানি তাদের ফোনে অর্থাৎ আইফোনে চ্যাসিসে পেন্টালোব স্ক্রু ব্যবহার করে থাকে, যা অন্য কোনো ফোনে ব্যবহৃত হয় না। আপনার কাছেও যদি আইফোন থাকে তবে ওই ফোনটির লাইটনিং পোর্টের পাশেই আপনি এই চ্যাসিসে পেন্টালোব স্ক্রু দেখতে পাবেন। এক্ষেত্রে স্ক্রুতে যদি পাঁচটির বেশি কিংবা পাঁচটির কম খাঁজ থাকে তবে সেটি নকল আইফোন।
৩. অন্যদিকে আপনার কাছে যে আইফোনটি রয়েছে তাতে আইফোনের নিজস্ব লাইটনিং পোর্টের বদলে microUSB অথবা USB-C থাকলে আপনার ফোনটি নিঃসন্দেহে জাল আইফোন।
৪. বাজারে যে সমস্ত নকল আইফোন প্রচলিত রয়েছে তাতে Android অপারেটিং সিস্টেমের উপরে iOS -এর মতো দেখতে স্ক্রিন থাকে। অরিজিনাল আইফোনে আপনি যেকোনো অ্যাপেল আইডি ব্যবহার করে লগইন করতে পারবেন কিন্তু নকল আইফোনের ক্ষেত্রে তা সম্ভব নয়। Set Up করার সময় যদি আপনার আইফোনে গুগল অ্যাকাউন্টের তথ্য প্রয়োজন হয়ে থাকে তবে তা নকল আইফোন।
৫. নকল আইফোনে App Store -এর বদলে গুগল প্লে স্টোর কিংবা অন্য কোন থার্ড পার্টি অ্যাপ স্টোর ইন্সটল করা থাকে। সুতরাং আপনার ফোনেও যদি অ্যাপ স্টোরের বদলে গুগল প্লে স্টোর কিংবা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ ইন্সটল করা থাকে তবে তা নিঃসন্দেহে নকল আইফোন।
৬. আসল আইফোনের পাওয়ার বাটন কিছুক্ষণ হোল্ড করে রাখলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট কিংবা Siri এসে হাজির হয়। কিন্তু নকল আইফোনের ক্ষেত্রে Siri -এর বদলে google voice assistant অথবা alexa থাকে। সুতরাং ভয়েস অ্যাসিস্ট্যান্ট কিংবা siri -এর মাধ্যমেও আপনার আইফোনটি আসল নাকি নকল তা বোঝা যাবে।
৭. বাজার চলতি যে সমস্ত নকল আইফোন রয়েছে তাতে মূলত অ্যান্ড্রয়েড ভার্সন থাকে। আপনার আইফোনটি আসল নাকি নকল তা জানার জন্য প্রথমেই আপনাকে আপনার ফোনের Settings -এ যেতে হবে, এরপর General অপশনের অধীনে থাকা About -এ ক্লিক করুন, এক্ষেত্রে আপনার iphone টি যদি নকল হয় তাহলে about -এ Android লেখা থাকবে।

সুতরাং আপনিও যদি নিজের আইফোনটি আসল কি নকল তা নিয়ে যথেষ্ট চিন্তায় থেকে থাকেন, তবে উপরোক্ত পদ্ধতিগুলি অনুসরণ করে আপনার আইফোনটি আসল নাকি নকল তা সম্পর্কে জেনে নিন।

Leave a Comment