কিভাবে নিজের গতিপথ নির্ধারণ করবে চন্দ্রযান ৩, কি বলছে ইসরোর বিজ্ঞানীরা?

পৃথিবীর বুকে যেকোনো জায়গায় পৌঁছানোর গুগল ম্যাপ বিশেষ ভূমিকা পালন করে থাকে। তবে পৃথিবীর মাথার উপরে যে সুবিশাল মহাকাশ রয়েছে তার না আছে শুরু, না আছে কোন অন্ত, আর সঠিক দিকে পৌঁছানোর জন্য না আছে কোন ম্যাপ। আর তাতেই সাধারণ নাগরিকদের মধ্যে চন্দ্রযান ৩ নিয়ে যে প্রশ্নগুলি মাথাচাড়া দিয়ে উঠেছে তা হলো, চন্দ্রযান ৩ কিভাবে নিজের পথ নির্ণয় করে নিচ্ছে? চন্দ্রযান ৩ সঠিক পথে যাচ্ছে কিনা তা নিয়ে বিজ্ঞানীরা নিশ্চিত হচ্ছেন কিভাবে? ইতিমধ্যেই ইসরোর তরফে প্রকাশিত তথ্য অনুসারে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে। যার জেরে আজকের এই পোস্টে আমরা চন্দ্রযান ৩ -এর দিকনির্ণয় পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।

কোন পদ্ধতিতে মহাকাশে নিজের পথ নির্ধারণ করে নিচ্ছে চন্দ্রযান ৩?

ইসরোর তরফে প্রকাশিত তথ্য জানা গিয়েছে যে, অন্যান্য মহাকাশযানের মত চন্দ্রযান ৩ এর মধ্যেও স্টার সেন্সর নামক এক বিশেষ যন্ত্র রয়েছে, যা চন্দ্রযান ৩ কে সঠিক পথ নির্ণয়ের ক্ষেত্রে সহায়তা করবে।

আরও পড়ুন:- ১০০ দিনের কাজের ধাঁচে নতুন প্রকল্প কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। বিস্তারিত জেনে নিন।

স্টার সেন্সরের মাধ্যমে কিভাবে পথ নির্ধারণ করা হয়ে থাকে?

আকাশের ধ্রুবতারার অবস্থান সবসময় স্থির, আর তাই ধ্রুবতারার অবস্থানকে কাজে লাগিয়ে স্টার সেন্সরের মাধ্যমে মহাকাশযানের পথ নির্ধারণ করা হয়ে থাকে। যেহেতু ধ্রুবতারা সবসময় উত্তর দিকে থাকে এবং ধ্রুবতারার অবস্থানের মাধ্যমেই অন্যান্য দিকগুলি নির্ণয় করা হয়ে থাকে, তাই বহুকাল আগের প্রাচীন নাবিকদের পদ্ধতি অনুসরণ করেই স্টার সেন্সরের মাধ্যমে চন্দ্রযান ৩ এর গতিপথ নির্ধারিত হবে। তবে শুধুমাত্র রাতের বেলাতেই ধ্রুবতারা বা মেরু নক্ষত্রের মাধ্যমে গতিপথ নির্ধারণ করবে স্টার সেন্সর। অন্যদিকে দিনের বেলা সূর্যের অবস্থানের মাধ্যমেই চন্দ্রযান ৩ -এর গতিপথ নির্ধারিত হবে, এমনটাই জানা কি হয়েছে বিভিন্ন সূত্র মারফত প্রকাশিত রিপোর্ট অনুসারে।

the-determining-way-of-chandrayaan-3

বর্তমানে কোথায় রয়েছে চন্দ্রযান ৩?

ইসরোর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বর্তমানে চন্দ্রযান ৩ পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে সম্পূর্ণভাবে চাঁদের দিকে রওনা হয়ে গিয়েছে। বিগত মঙ্গলবার ট্রান্সলুনার ইনজেকশন কৌশল প্রয়োগ করে মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথের দিকে পাঠানো হয়েছে। এর পাশাপাশি বিজ্ঞানী মহলের তথ্য অনুসারে আরো জানা গিয়েছে যে, আগত ৫ ই আগস্ট অর্থাৎ শনিবার চন্দ্রযান ৩ চাঁদের কক্ষপথে প্রবেশ করতে পারে। আর সমস্ত ঠিকঠাক থাকলে চাঁদের কক্ষপথে পাক খেতে খেতে ৩৩ থেকে ২৪ শে আগস্ট নাগাদ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান ৩। প্রসঙ্গত উল্লেখ্য, মূলত চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান চালানোর জন্যই ইসরোর তরফে চন্দ্রযান ৩ নামক এই বিশেষ মহাকাশযানটি লঞ্চ করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে ইসরোর তরফে প্রকাশিত তথ্য অনুসারে। যার জেরে সমগ্র দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীদের নজর রয়েছে চন্দ্রযান ৩ এর উপরে। আর তাতেই চন্দ্রযান ৩ সম্পর্কিত প্রতিটি আপডেট যেন অতি মহামূল্যবান হয়ে উঠেছে।

Leave a Comment