ভারত সরকারের তরফে ভারতীয় নাগরিকদের যে সমস্ত পরিচয় পত্র প্রদান করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি পরিচয় পত্র হলো আধার কার্ড। ২০১৬ সালে প্রথম আধার আইন কার্যকর করা হয়েছিল। আর তারপর থেকেই সময় যতই এগিয়েছে সমগ্র ভারত জুড়ে আধার কার্ডের গুরুত্বও তত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে যেকোনো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এমনকি বাড়ির গ্যাস কানেকশন পাওয়ার ক্ষেত্রেও আধার কার্ড প্রয়োজন হয়ে থাকে। তবে শুধুমাত্র এই সমস্ত ক্ষেত্রে আধার কার্ড প্রয়োজন হয় তা নয়, কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকর নিয়ম অনুসারে প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড অর্থাৎ সরকারের তরফে প্রদত্ত অন্যান্য পরিচয়পত্র গুলি সচল রাখার জন্য এবং বিভিন্ন সরকারি স্কলারশিপ, স্কিমের সুবিধা পাওয়ার জন্যেও আধার কার্ড প্রয়োজন হয়ে থাকে।
অনেক ক্ষেত্রেই দেখা গেছে বারংবার বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার হওয়ার ফলে নাগরিকদের আধার কার্ডটি ছিঁড়ে গেছে। আবার অনেকের ক্ষেত্রেই আধার কার্ডের অবস্থা এমনই সংকটজনক যে সেটি আগামীতে ব্যবহার করতে গেলে সাধারণ মানুষকে যথেষ্ট বেগ পেতে হবে। আর সধারণ মানুষকে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI -এর তরফে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। UIDAI -এর এই নতুন উদ্যোগের মাধ্যমে আপনি চাইলেই আপনার বাড়িতে বসে ক্রেডিট কার্ড কিংবা এটিএম কার্ড -এর মত ছোট, শক্তপোক্ত আধার কার্ড তৈরি করে নিতে পারবেন। UIDAI -এর তরফে কার্যকরী এই নতুন ধরনের আধার কার্ডটি পিভিসি আধার কার্ড নামে পরিচিত। আজকের এই পোস্টে আমরা পিভিসি আধার কার্ডের আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।
বাড়িতে বসে পিভিসি আধার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন:-
১. পিভিসি আধার কার্ডের জন্য আবেদন জানানোর ক্ষেত্রে আপনাকে প্রথমেই UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ -এ পৌঁছে যেতে হবে।
২. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Login অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার আধার নম্বরটি সঠিকভাবে প্রদান করতে হবে এবং ক্যাপচা কোডটি পূরণ করে SEND OTP বাটনে ক্লিক করতে হবে। সবশেষে আপনার ফোনে আসা OTP টি সঠিক স্থানে সঠিকভাবে লিখে LOGIN অপশনে ক্লিক করার মাধ্যমে লগইন -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৩. লগইন -এর প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি আধার কার্ড সংক্রান্ত পরিষেবার নানা ধরনের অপশন দেখতে পারবেন। এর মধ্যে থেকে আপনাকে Order Aadhaar PVC Card অপশনটিতে ক্লিক করতে হবে।
৪. এরপর আপনার সামনে আসা নতুন পেজটিতে আপনার আধার কার্ড নম্বরটি সঠিকভাবে লিখতে হবে এবং ক্যাপচা কোডটি পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনার মোবাইল নম্বরটি আধার কার্ডের সাথে লিংক না থাকলে নিচে থাকা চেকবক্সে ক্লিক করতে হবে এবং নিজের মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখতে হবে। পরবর্তীতে আপনার মোবাইলে যে নতুন OTP টি আসবে সেটি সঠিক স্থানে সঠিকভাবে লিখে SUBMIT অপশনে ক্লিক করুন। প্রসঙ্গত উল্লেখ্য, আপনার মোবাইল নম্বর আগে থেকে রেজিস্টার্ড থাকলে নতুন করে এই প্রক্রিয়াটি সম্পন্ন করবার কোন প্রয়োজন নেই।
৫. উপরোক্ত অপশনে ক্লিক করে আপনাকে পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আপনার পিভিসি আধার কার্ডের জন্য আবেদনের প্রক্রিয়াটিও সম্পন্ন হবে। সবশেষে আপনাকে একটি payment receipt দেওয়া হবে, ভবিষ্যতের জন্য এই পেমেন্ট payment receipt টি সংগ্রহ করে রাখতে হবে।
আরও পড়ুন:- শুধু করুন নিজের ওষুধের দোকান এবং প্রতিমাসে ইনকাম করুন ৫০ হাজার টাকার অধিক
আবেদনের ক্ষেত্রে কত টাকা প্রয়োজন?
UIDAI -এর তরফে জারি করা তথ্য অনুসারে, পিভিসি আধার কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে ৫০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মাত্র ৫০ টাকার বিনিময়ে আপনি আপনার পিভিসি আধার কার্ডটি বাড়িতে বসেই নিজের হাতে পেয়ে যাবেন। নাগরিকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, পিভিসি আধার কার্ড অর্ডার করার ১৫ দিনের মধ্যে এটি আপনার বাড়িতে স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
পিভিসি আধার কার্ডের বৈশিষ্ট্য:-
প্রসঙ্গত উল্লেখ্য, UIDAI -এর উদ্যোগে কার্যকর এই নতুন পিভিসি আধার কার্ড সমগ্র ভারতের সাধারণ মানুষের মধ্যে খুব অল্প সময়েই যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। তবে শুধুমাত্র এর ছোট আকারের জন্য নয় পিভিসি আধার কার্ড -এর বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্যের জন্যও সমগ্র ভারতে সাধারণ মানুষ থেকে শুরু করে সংশ্লিষ্ট মহলের ব্যক্তিত্বদের কাছে প্রশংসিত হয়েছে। এই পিভিসি আধার কার্ডে হলোগ্রাম, Guilloche প্যাটার্ন এবং মাইক্রোটেক্সটের মতো বৈশিষ্ট্য রয়েছে যা আধার কার্ডকে অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে। এছাড়াও পিভিসি আধার কার্ডে কিউআর কোড রয়েছে যা স্ক্যান করার মাধ্যমে আধার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য কয়েক মুহূর্তেই পাওয়া সম্ভব।
পিভিসি আধার কার্ড অর্ডার করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাবধানী হতে হবে। এক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধার্থে জানিয়ে রাখি যে, পিভিসি আধার কার্ডকে কেন্দ্র করে বহু অসাধু ব্যবসায়ী নিজেদের ব্যবসার ফাঁদ পেতেছে। যার ফলে সাধারণ মানুষকে নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সুতরাং UIDAI -এর অফিসের ওয়েবসাইট ছাড়া অন্য কোন ওয়েবসাইট থেকে পিভিসি আধার কার্ড অর্ডার করবেন না। UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোন ওয়েবসাইট থেকে অর্ডার করা পিভিসি আধার কার্ড সম্পূর্ণরূপে ভুয়ো। বহুসংখ্যক নাগরিক এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের পাতা ফাঁদে পা দিয়ে নিজেদের টাকা হারিয়েছেন। সুতরাং আপনিও যদি পিভিসি আধার কার্ড অর্ডার করতে চান তবে যথেষ্ট সাবধানতা সহকারে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিভিসি আধার কার্ড অর্ডার করবেন।