আপনার আধার কার্ডের অপব্যবহার হচ্ছে নাতো? জেনে নিন এই পদ্ধতিতে।

বর্তমানে ভারতবাসীর জীবনের সাথে আধার কার্ড ওতপ্রতোভাবে জড়িয়ে গিয়েছে। আধার কার্ড কার্যকরী হওয়ার পর থেকেই সময় যত এগিয়েছে ততই সরকারি কিংবা বেসরকারি সমস্ত ক্ষেত্রেই আধার কার্ড প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমানে মোবাইলের সিম কার্ড সংগ্রহ করা থেকে শুরু করে রেশন তোলা, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা, বাড়ির গ্যাস কানেকশন নেওয়া কিংবা শিশুকে স্কুলে ভর্তি করানোর ক্ষেত্রেও আধার কার্ড প্রয়োজন হয়ে থাকে। তবে এখানেই শেষ না বর্তমানে প্যান কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ডের মত অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিগুলির সঙ্গে আধার নম্বর যোগ করাটাও বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আর তা থেকেই বোঝা যায় বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ডের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা ঠিক কতটা। তবে প্রতিনিয়ত আধার কার্ডের গুরুত্ব যেভাবে বেড়েছে ঠিক তেমনভাবেই বিভিন্ন অসাধু ব্যবসায়ী আধার কার্ডকে নিয়ে নিজেদের কালো ব্যবসার ফাঁদ পেতেছে।

অনেকক্ষেত্রেই দেখা যায় সাধারণ মানুষের আধার কার্ডের মাধ্যমে এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা নিজেদের কাজ হাসিল করছে। এমনকি সাধারণ মানুষের আধার নম্বরের মাধ্যমে নানা ধরনের অপরাধও করা হচ্ছে। যার ফলে কোনরকম দোষ না করেও ভারতের সাধারণ নাগরিকদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। এক্ষেত্রে মূল যে প্রশ্নটি আসে তা হল, আধার কার্ডের অপব্যবহার হচ্ছে কিনা তা বোঝা যাবে কিভাবে? আর এই প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, সাধারণ মানুষের সুবিধার খাতিরে UIDAI -এর তরফে এমন এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে আপনারা বাড়িতে বসেই জেনে নিতে পারবেন আপনার আধার কার্ডটির অপব্যবহার করা হচ্ছে কিনা।

কিভাবে আপনারা বাড়িতে বসেই আপনাদের আধার কার্ড অপব্যবহার সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য জেনে নিতে পারবেন:-

১. আধার কার্ডের অপব্যবহার সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য জানার জন্য প্রথমেই আপনাকে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইটে https://uidai.gov.in/ পৌঁছে যেতে হবে।

২. এরপর হোম পেজের বাঁদিকে থাকা মেনু অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে যে সমস্ত অপশনগুলি আসবে তার মধ্যে থেকে আপনাকে My Aadhaar অপশনটি নির্বাচন করে নিতে হবে।

৩. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে পুনরায় কতগুলি অপশন আসবে। এই সমস্ত অপশনগুলির মধ্যে থেকে আপনাকে AADHAAR SERVICES -এর আওতাধীন Aadhaar Authentication History অপশনে ক্লিক করুন।

protect-your-aadhaar-card

৪. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে যে নতুন পেজছি আসবে তাতে আপনাকে আপনার আধার নম্বর এবং সিকিউরিটি কোডটি সঠিকভাবে লিখতে হবে। আপনার আধার নম্বরটি সঠিকভাবে লিখে সিকিউরিটি কোডটি নির্ভুলভাবে পূরণ করে ক্যাপচা কোডটি সঠিকভাবে প্রদান করুন এবং নিচে থাকা SEND OTP অপশনে ক্লিক করুন।

৫. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আধার সংক্রান্ত তথ্য দেখতে চাইছেন তা সঠিকভাবে উল্লেখ করতে হবে। এরপর আপনি কতগুলি রেকর্ড দেখতে চাইছেন তা সঠিকভাবে উল্লেখ করুন এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আসা OTP টি সঠিকভাবে লিখুন। সবশেষে VERIFY OTP অপশনে ক্লিক করুন। সাধারণ জনগণের সুবিধার্থে জানিয়ে রাখি যে, আপনি সর্বোচ্চ ৫০টি রেকর্ড একেবারে দেখতে পারবেন।

৬. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার যতগুলি রেকর্ড দেখতে চেয়েছিলেন ততগুলি রেকর্ড আপনার সামনে চলে আসবে। এরপর ওই পেজের নিচের দিকে থাকা DOWNLOAD অপশনে ক্লিক করে সমস্ত রেকর্ড সংক্রান্ত তথ্য ডাউনলোড করে নিন। এভাবেই আপনারা আপনাদের আধার কার্ড অপব্যবহার করা হচ্ছে কিনা, ইতিপূর্বে কোন কোন ক্ষেত্রে আপনার আধার কার্ড ব্যবহার করা হয়েছে তা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য দেখে নিতে পারবেন।

আরও পড়ুন:- বাড়িতে আধার সেবা কেন্দ্র খুলতে চান? জেনে নিন পদ্ধতি।

আধার কার্ড সংক্রান্ত যেকোনো দুর্নীতির অভিযোগের কারণে কি শাস্তি হতে পারে?

UIDAI -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে আধার কার্ড সংক্রান্ত যেকোনো দুর্নীতির অভিযোগে কোন ব্যক্তি যদি ধরা পড়েন তবে তাকে সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানা দিতে হতে পারে। এর পাশাপাশি যে কোন ব্যক্তির আধার কার্ডে বায়োমেট্রিক তথ্যের অপব্যবহার করার জন্য UIDAI -এর তরফে ১০ হাজার টাকা জরিমানা করা হতে পারে তবে এখানেই শেষ নয় এর পাশাপাশি আধার কার্ড জালিয়াতি সংক্রান্ত মামলায় একজন ব্যক্তির ৩ বছরের জেল পর্যন্ত হতে পারে।

আধার কার্ড সুরক্ষিত রাখার জন্য কি কি করতে হবে?

UIDAI -এর তরফে জারি করা তথ্য অনুসারে, আধার কার্ড সংক্রান্ত যেকোন রকম জালিয়াতির হাত থেকে বাঁচার জন্য PVC আধার কার্ড কার্যকর করা হয়েছে। নাগরিকদের সুবিধার্থে UIDAI-এর তরফে এই বিশেষ আধার কার্ডটি কার্যকর করা হয়েছে। এমনকি আপনি চাইলেই নিজের বাড়িতে বসে PVC আধার কার্ড অর্ডার করে দিতে পারবেন আর এই জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ৫০ টাকা। আপনি যদি নিজের আধার কার্ডটিকে সুরক্ষিত রাখার জন্য পিভিসি আধার কার্ড অর্ডার করতে চান তবে আপনি তা শুধুমাত্র UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ থেকেই অর্ডার করবেন।

এই ওয়েবসাইটটি ছাড়া অন্য কোন ওয়েবসাইট থেকে পিভিসি আধার কার্ড প্রদান করা হয় না। অনেক অসাধু ব্যবসায়ী PVC আধার কার্ড নিয়েও নিজেদের ব্যবসা শুরু করেছেন। এমনকি অনেকক্ষেত্রেই PVC আধার কার্ড দেওয়ার নাম করে গ্রাহকদের থেকে যথেষ্ট টাকা নিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে তাদের জাল পিভিসি আধার কার্ড দেওয়া হয়। এর ফলে বহু সংখ্যক নাগরিককে নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। নিজের আধার কার্ডটি সুরক্ষিত রাখার জন্য পিভিসি আধার কার্ড করার ক্ষেত্রে আপনাকে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অর্ডার করতে হবে এবং এক্ষেত্রে মনে রাখবেন যে, PVC আধার কার্ডের জন্য ৫০ টাকার বেশি কোন অর্থ নেওয়া হয় না।

Leave a Comment