বর্তমান সময়ে নিত্যনতুন ডিজাইনের নানা ধরনের শাড়ি থেকে শুরু করে পালাজো সহ ওয়েস্টার্ন ড্রেসের রমরমা ক্রমাগত হারে বাড়ছে। আর এই সমস্ত নিত্যনতুন ডিজাইনের শাড়ি, চুড়িদার সহ বিভিন্ন প্রকার জিন্স, টপ, থ্রি পিস, ওয়েস্টার্ন ড্রেসের সাথে মানানসই গয়না প্রয়োজন হয়ে থাকে। আর তাতেই সমগ্র ভারত জুড়ে সোনা, রুপার গয়নার বদলে নানা ধরনের অক্সিডাইস জুয়েলারি, কড়ির গয়না, সুতোর গয়না সহ শিল্পীদের হাতে তৈরি নানা ধরনের গয়নার চাহিদা ক্রমাগত হারে বাড়ছে। আপনিও যদি ন’টা-পাঁচটার চাকরির বদলে নিজস্ব ব্যবসা তৈরি করে জীবনে প্রতিষ্ঠিত হতে চান তবে হাতে তৈরি গয়নার ব্যবসা শুরু করতে পারেন।
বাড়িতে বসেই নানাবিধ গয়না তৈরি করবেন কিভাবে?
সমগ্র ভারত জুড়ে এমন প্রচুর যুবক-যুবতী রয়েছে যারা আর্ট এবং DIY -এর মাধ্যমে বিভিন্ন প্রকার গয়না তৈরি করার পদ্ধতি আয়ত্ত করেছেন, এই সমস্ত যুবক-যুবতীরা কোনরকম ট্রেনিং ছাড়াই নিজস্ব গয়নার ব্যবসা শুরু করতে পারেন। তবে যে সমস্ত যুবক যুবতীরা গয়না তৈরি শিখতে চান তাদের জন্য সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তে নানাবিধ ক্লাস, ট্রেনিং এবং কোর্স কার্যকর করা হয়েছে। এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার মাধ্যমে যুবক-যুবতীরা বাড়িতে বসে গয়না তৈরি করার কৌশল সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন। যুবক-যুবতীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, নিজের হাতে গয়না তৈরি করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট ধৈর্যশীল হতে হবে, কারণ অক্সিডাইস্ড হোক কিংবা কড়ির গয়না অথবা ক্লে -এর মাধ্যমে তৈরি গয়না সমস্ত ক্ষেত্রেই যথেষ্ট ধৈর্য্য এবং সময় প্রয়োজন হয়ে থাকে।
গয়নার ব্যবসা শুরু করার ক্ষেত্রে কি কি প্রয়োজন হয়ে থাকে?
গয়নার ব্যবসা শুরু করার ক্ষেত্রে পুঁতি, কাঠ, কাপড়, পাট, মাটি, গামছা, ক্রোশিয়া , সুতো, অক্সিডাইজড, ব্ল্যাক মেটাল, হোয়াইট মেটাল, নানান সাইজের চুরি, কড়ি, ক্লে সহ বিভিন্ন প্রকার গয়না তৈরির উপাদান প্রয়োজন হয়ে থাকে। এক্ষেত্রে গয়না তৈরির জন্য প্রয়োজনীয় জিনিসগুলি আপনি আপনার বাড়ির নিকটবর্তী লোকাল মার্কেটে কিংবা আপনার জেলার যেকোনো বিখ্যাত মার্কেটে পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে গয়না তৈরির জিনিস কেনার জন্য যেকোনো বড় মার্কেটে যাওয়াই শ্রেয়।
হাতে তৈরি গয়নার ব্যবসা শুরু করবেন কিভাবে?
হাতে তৈরি গয়নার ব্যবসা শুরু করার দুটি উপায় রয়েছে, প্রথমত আপনি আপনার নিজস্ব দোকান তৈরি করে নিজের হাতে তৈরি করেনা বিক্রি করার মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন, দ্বিতীয়ত, আপনি আপনার নিকটবর্তী এলাকার দোকানগুলিতে হোলসেল দরে গয়না বিক্রির মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন।
আরও পড়ুন:- অনলাইন প্রতারণার শিকার হলে কীভাবে রিপোর্ট করা উচিত, জেনে নিন।
১. নিজস্ব দোকান তৈরির মাধ্যমে গয়নার ব্যবসা:-
এক্ষেত্রে আপনাকে আপনার নিকটবর্তী লোকাল মার্কেটে অথবা আপনার পছন্দসই যেকোনো জায়গায় একটি দোকান ভাড়া নিতে হবে অথবা দোকানঘর কিনে নিতে হবে। এছাড়াও আপনারা নিজের বাড়িতে দোকান তৈরির মাধ্যমেও এই ব্যবসাটি শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনাকে প্রথমেই নিজের দোকানের একটি নাম ঠিক করে নিতে হবে এবং পরবর্তীতে হোডিং, বিভিন্ন প্রকার লাইট এবং গয়নার মাধ্যমে নিজের দোকানটিকে সুন্দর করে সাজাতে হবে, এতে গ্রাহকরা আপনার দোকানের দিকে বেশি করে আকৃষ্ট হবে। এছাড়াও নিজস্ব দোকানের গয়না ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে নিত্যনতুন ডিজাইনের ইউনিক ধরনের গয়না তৈরি করতে হবে, তবে গ্রাহকরা বারংবার ফিরে ফিরে আপনার দোকানে আসবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো সোশ্যাল মিডিয়া সাইট এবং অ্যাপগুলির মাধ্যমেও আপনি আপনার ব্যবসাটিকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারবেন। যদিও অনলাইনের মাধ্যমে ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে একটি নির্দিষ্ট কুরিয়ার সার্ভিস বেছে নিতে হবে, যারা আপনার হাতে তৈরি গয়নাগুলিকে যথেষ্ট যত্ন সহকারে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে।
২. নিজে গয়না তৈরি করে বিভিন্ন দোকানে হোলসেল দরে বিক্রি করার মাধ্যমে গয়নার ব্যবসা:-
আপনি যদি শুধুমাত্র গয়না তৈরীর দিকে মনোযোগী হতে চান তবে আপনাকে আপনার বাড়ির নিকটবর্তী লোকাল মার্কেটে যে সমস্ত জুয়েলারি দোকান রয়েছে সেই দোকানের মালিকের সঙ্গে কথা বলতে হবে এবং তাদের চাহিদা অনুসারে নানা ধরনের হোলসেল দরে সেগুলিকে বিক্রি করতে হবে। এছাড়াও অনলাইন ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে অথবা ফ্লিপকার্ট, অ্যামাজনের মত অ্যাপগুলির মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম -এর মত সোশ্যাল মিডিয়া সাইটগুলির মাধ্যমেও আপনি নিজের ব্যবসাটিকে বাড়াতে পারবেন।
হাতে তৈরি গয়নার ব্যবসায় প্রয়োজনীয় বিনিয়োগ:-
বিভিন্ন সুত্রের তরফে প্রকাশিত তথ্যে জানা গিয়েছে যে, মাত্র ৫০০০ থেকে ৭০০০ টাকা বিনিয়োগ করেও যেকোনো ব্যক্তি তার নিজস্ব গয়না তৈরির ব্যবসা শুরু করতে পারেন।
গয়নার ব্যবসায় লাভের পরিমাণ:-
বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতজুড়ে অক্সিডাইসড জুয়েলারি থেকে শুরু করে কড়ির গয়না, ক্লে -এর মাধ্যমে তৈরি গয়নার চাহিদা রীতিমতো তুঙ্গে। বর্তমানে জন্মদিন হোক বা পুজো অথবা বিবাহ বার্ষিকী কিংবা বিয়ে সমস্ত অনুষ্ঠানেই হাতে তৈরীর গয়না একেবারে সুপারহিট। সুতরাং এই ব্যবসায়ে লোকসানের চিন্তা না করাই ভালো। এক্ষেত্রে আপনি আপনার ব্যবসা থেকে প্রত্যেক মাসে ১০ থেকে ১২ হাজার টাকা উপার্জন করে নিতে পারবে। অন্যদিকে আপনি যদি নিত্যনতুন ডিজাইনের গয়না তৈরির মাধ্যমে গ্রাহকদের মন জয় করতে পারেন তবে গয়নার চাহিদা অনুসারে আপনি এই ব্যবসাটি থেকে প্রত্যেক মাসে ২০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করে নিতে পারবেন।