কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মীদের সুবিধার খাতিরে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মীদের সুবিধার খাতিরে তেমনই এক বিশেষ উল্লেখযোগ্য পদক্ষেপ হল মহার্ঘ্য ভাতা বা DA। বেশ কিছুদিন পূর্বে বিভিন্ন ক্ষেত্রের সূত্র মারফত দাবি করা হয়েছিল যে, আগামী দিনে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মীদের ডিএ কিংবা মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে। আর এবারে সেই দাবিতে সবুজ সংকেত দিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহার্ঘ্য ভাতা এবং ডিএ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হলো।
বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইউনিয়নের এক বৈঠক সম্পাদিত হয়েছে। আর এই বৈঠকে কেন্দ্রীয় সরকার এবং ইউনিয়নের তরফে যুক্ত ভাবে কতগুলি চুক্তি সম্পাদন করা হয়েছে। মূলত কেন্দ্রীয় সরকারের অধীনস্ত পেনশনভোগী কর্মীরা তাদের বেতন অনুসারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেনশন হিসেবে পেয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা তথ্য অনুসারে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় সরকার এবং ইউনিয়নের চুক্তি অনুসারে, আগামী দিনে কেন্দ্রীয় সরকার অধীনে পেনশনভোগী কর্মীদেরও সম্পূর্ণ ডিএ -এর সুবিধা প্রদান করা হবে। শুধু তাই নয়, এই চুক্তি অনুসারে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মীদের বেতনও বৃদ্ধি করা হবে বলেই জানানো হয়েছে এই সমস্ত সূত্রের তরফে প্রকাশিত তথ্যে।
বিভিন্ন ক্ষেত্রে রিপোর্টে প্রকাশিত তথ্য মারফত আরো জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পেনশনভোগী কর্মীদের বেতন অনুসারে তাদের বেতন ৮০০ টাকা থেকে শুরু করে ১৬ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে কর্মীদের বেতন এবং পেনশন অনুসারে কর্মচারীদের ডিএ প্রদান করার বিষয়টি নিয়ে আলোচনা করা হলেও ব্যাংক কর্মীদের ৫ দিন কাজ এবং ২ দিন ছুটির বিষয়টি স্থগিত রাখা হয়েছে, শুধু তাই নয়, এর পাশাপাশি স্বাস্থ্য বীমার বিষয়টিও বর্তমানে স্থগিত রাখা হয়েছে। আগামী ৪ থেকে ৬ মাসের মধ্যে এই দুটি বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন:- গ্যাস ডিস্ট্রিবিউশন নিয়ে নতুন পদ্ধতি গ্রহণ করলো রাজ্য সরকার। এবার খুব সহজে প্রতি ঘরে পৌঁছবে গ্যাস।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে আরো জানা গিয়েছে যে, যেসমস্ত ব্যাংক কর্মীরা ১লা নভেম্বর, ২০২২-এর আগে অবসর গ্রহণ করেছেন তাদের পেনশন পাওয়ার পথ সম্পূর্ণরূপে প্রশস্ত করা হয়েছে। অন্যদিকে ১লা নভেম্বর, ২০২২-এর পর যে সমস্ত ব্যাংক কর্মীর অবসর গ্রহণ করেছেন তাদের ১০০ শতাংশ মহার্ঘ ভাতার সুবিধা প্রদান করা হবে। যদিও পুরনো কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নেওয়ার সীমা নির্ধারণ করা রয়েছে, যার কারণে তারা সম্পূর্ণভাবে মহার্ঘ ভাতার সুবিধা পাবেন না। আইবি-র সঙ্গে বৈঠক চলাকালীন এ বিষয়ে সম্পূর্ণ রূপে সহমত প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। যার জেরে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ২ লক্ষ পেনশনভোগী কর্মী বর্ধিত পেনশন, পারিবারিক পেনশনের সুবিধা লাভ করবেন, এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে।