পশ্চিমবঙ্গ হোক বা ভারত বর্তমানে সমগ্র ভারতবাসীর রান্নাঘরে যে জিনিসটি অত্যাবশক তা হলো এলপিজি গ্যাস সিলিন্ডার। মূলত এইচপি, ইন্ডেন, ভারত পেট্রোলিয়াম -এর মত ডিস্ট্রিবিউটরের মারফত সমস্ত পশ্চিমবঙ্গ তথা ভারতের এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়ে থাকে। তবে এবারে এই প্রক্রিয়ায় বিশেষ পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আজ্ঞে হ্যাঁ, রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানানো হয়েছে যে, এবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার দিন শেষ, রাজ্যবাসীর ঘরে ঘরে রান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় এলপিজি গ্যাস পৌঁছে দিতে এক নতুন পদ্ধতি কার্যকর করতে চলেছে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, যেসকল রাজ্যবাসীর বাড়িতে এলপিজি গ্যাস কানেকশন রয়েছে তাদের বাড়িতে এলপিজি গ্যাস পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার। মূলত সিলিন্ডারে ভরে এলপিজি গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার বদলে পাইপ লাইনের মাধ্যমে প্রত্যেক বাড়িতে এলপিজি গ্যাস কানেকশন পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, রাজ্যবাসীকে পাইপ লাইনের মাধ্যমে এলপিজি গ্যাস পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পরিকাঠামো গঠন করার জন্য বিশেষ নীতি নির্ধারণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। শুধু তাই নয়, বিগত ২৬ শে জুলাই রাজ্য সরকারের পূর্ত দপ্তরের পক্ষ থেকে এ সংক্রান্ত ১৬ পাতার নীতি প্রকাশ্যে আনা হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের তরফে প্রকাশিত এই ১৬ পাতার নীতিতে সিকিউরিটি ডিপোজিট, অ্যাপ্লিকেশন ফি ইত্যাদির জন্য কত টাকা প্রয়োজন তা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, শহর, গ্রাম্য এলাকা এবং জঙ্গলের মধ্যে দিয়ে কিভাবে এই পাইপলাইন সমগ্র রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া যাবে তা নিয়েও বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে পূর্ত দপ্তরের তরফে প্রকাশিত এই ১৬ পাতার নীতিতে। এমনকি পাইপ লাইনের মাধ্যমে এলপিজি গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে প্রয়োজনীয় সমীক্ষা কিভাবে সম্পন্ন করা হচ্ছে তা সংক্রান্ত তথ্যও উল্লেখ করা হয়েছে এই নীতিতে। রাজ্য সরকারের পূর্ত দপ্তরের তরফে জানানো হয়েছে যে, এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহের যে নতুন পদ্ধতি কার্যকর করা হতে চলেছে তাতে যথেষ্ট লাভ মিলবে।
আরও পড়ুন:- আয়কর রিটার্নের সময়সীমা শেষ, এই মুহূর্তে জমা করবেন আয়কর রিটার্ন?
বর্তমানে প্রতিটি বাড়িতে সিলিন্ডারের মাধ্যমে এলপিজি গ্যাস সরবরাহ করার যে পদ্ধতি কার্যকর রয়েছে তা ট্রাফিকের উপর চাপ সৃষ্টি করে। শুধু তাই নয়, প্রতিটি বাড়িতে সিলিন্ডারের মাধ্যমে এলপিজি সিলিন্ডার সরবরাহ করার এই পদ্ধতি পরিবেশের ওপরেও নেতিবাচক প্রভাব বিস্তার করে। আর এই সমস্ত সমস্যার সমাধানের জন্যই রাজ্য সরকারের তরফে প্রতিটি বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে এলপিজি গ্যাস সরবরাহ করার এই নতুন পদ্ধতি কার্যকর করা হবে বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্যে। গ্যাস সিলিন্ডারের পরিবর্তে পাইপ লাইনের মাধ্যমে এলপিজি গ্যাস সরবরাহ করা হলে তা পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী হবে এমনটাই জানা গিয়েছে পূর্ত দপ্তরের কর্মকর্তাদের তরফে প্রকাশিত তথ্যে।