রাজ্যের ছাত্র-ছাত্রীদের মধ্যে উচ্চ শিক্ষার প্রসার হোক বা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের সুবিধার্থে কার্যকরী প্রকল্প, সমস্ত ক্ষেত্রেই অগ্রগণ্য হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সমগ্র রাজ্যের সাধারণ জনগণের সুবিধার্থে রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, কিষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ বিভিন্ন প্রকার প্রকল্প এবং স্কলারশিপ কার্যকর করা হয়েছে। তবে এবারে পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সাধারণ জনগণের সুবিধার খাতিরে আরো এক বিশেষ প্রকল্প সম্পর্কে ঘোষণা করা হলো।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস শিবিরের নেতা থেকে কর্মী প্রত্যেকের মুখে ‘খেলা হবে’ স্লোগান শোনা গিয়েছিল। আর এবারে সেই স্লোগান থেকে অনুপ্রাণিত হয়ে মুখ্যমন্ত্রী ‘খেলা হবে’ নামক এক নতুন প্রকল্প কার্যকর করতে চলেছেন, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে। এই সমস্ত রিপোর্টে প্রকাশিত তথ্য মারফত আরো জানা গিয়েছে যে, বিগত ২১ শে জুলাই মহাসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী এই ‘খেলা হবে’ প্রকল্প সম্পর্কে ঘোষণা করেছিলেন। বিগত দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার জানিয়েছেন যে কেন্দ্রের তরফে ১০০ দিনের কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় টাকা দেওয়া হচ্ছে না, যার ফলস্বরূপ সমগ্র রাজ্যের প্রয়োজনশীল নাগরিকরা ১০০ দিনের কাজ করার পরেও তাদের কাজের টাকা পাচ্ছেন না। আর সাধারণ নাগরিকদের এই সমস্যা থেকে মুক্তি দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে খেলা হবে প্রকল্প কার্যকর করা হবে, এমনটাই জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য মারফত।
২১ শে জুলাই -এর মহামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র রাজ্যের সাধারণ জনগণের উদ্দেশ্যে জানিয়েছিলেন, রাজ্য সরকারের তরফে ১০০ দিনের কাজের বন্দোবস্ত করা সম্ভব না হলেও ৪৫ থেকে ৫০ দিনের কাজ দেওয়ার মতো সামর্থ্য রাজ্য সরকারের রয়েছে। আর তাই আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ১০০ দিনের কাজের আদলে ‘খেলা হবে’ প্রকল্প কার্যকর করা হবে, যার আওতায় সমগ্র রাজ্যের অসহায়, দরিদ্র জনগণ কাজের বিনিময়ে টাকা পাবেন। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন যে, ‘খেলা হবে’ প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজের ধাঁচে তৈরি করা হলেও তার সম্পূর্ণ ফান্ডিং করা হবে রাজ্য সরকারের তরফ।
কারা খেলা হবে প্রকল্পের অধীনে আবেদন জানাতে পারবেন?
রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র রাজ্যে বসবাসকারী ৬৪ লক্ষ মানুষের জব কার্ড রয়েছে, আর এই জব কার্ডধারী সাধারণ নাগরিকরাই ‘খেলা হবে’ প্রকল্পের অধীনে কাজ পাবেন। বিভিন্ন সূত্র মারফত দাবি করা হয়েছে যে, রাজ্য সরকারের এই প্রকল্পের অধীনে সাধারণ নাগরিকরা গড়ে ২৬ দিন কাজ পাবেন, যদিও রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো প্রকার তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:- আলো স্কলারশিপের আওতায় আবেদন জানালেই মিলবে বার্ষিক ৭২০০ টাকার অনুদান।
খেলা হবে প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করবেন কিভাবে?
‘খেলা হবে’ প্রকল্প বা তার অধীনে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের আধিকারিকদের তরফে কোনো প্রকার তথ্য প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, আগত সেপ্টেম্বর মাসে যে দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজিত হতে চলেছে সেই ক্যাম্পের মাধ্যমেই রাজ্যের সাধারণ নাগরিকরা এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং এই প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্ম সহ আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। আগত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকারের ক্যাম্প কার্যকরী করা হলে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে ‘খেলা হবে’ প্রকল্পের অধীনে আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্মটি সংগ্রহ করতে হবে এবং সমস্ত সঠিকভাবে পূরণ করে প্রয়োজনের নথি সহকারে দুয়ারী সরকারের ক্যাম্পে জমা দেওয়ার মাধ্যমে এই প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করা যাবে, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রের রিপোর্টে।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে কার্যকরী এই প্রকল্পটি ইতিমধ্যেই সাধারণ জনগণের মধ্যে যথেষ্ট পরিস্থিতি লাভ করেছে। শুধু তাই নয় সাধারণ জনগণের পাশাপাশি রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছেও এই প্রকল্পটি যথেষ্ট প্রশংসিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে আড়াই লক্ষ শ্রমিককে কাজ দেওয়া সম্ভব বলেই মনে করছেন রাজ্যের প্রশাসনিক মহলের কর্মকর্তারা।