বাঙালি তথা সারা ভারতের মানুষ ভ্রমণে আগ্রহী। এক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন উল্লেখযোগ্য স্থানগুলিতে ভ্রমণের জন্য টাকা এবং উক্ত স্থান সম্পর্কে সমস্ত তথ্য প্রয়োজন হয়ে থাকে, কিন্তু বিদেশ ভ্রমণের ক্ষেত্রে উক্ত স্থানটি সম্পর্কে জানার পাশাপাশি নানা ধরনের নথিও প্রয়োজন হয়ে থাকে। আর বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আপনার যে সমস্ত নথি প্রয়োজন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি নথি হল ভিসা এবং পাসপোর্ট। আপনি কোন দেশ থেকে বিদেশ ভ্রমণে গিয়েছেন তা জানার অন্যতম মাধ্যম হলো পাসপোর্ট এবং ভিসা। বর্তমানে অত্যন্ত সহজেই পাসপোর্ট পাওয়া গেলেও দূতাবাস থেকে ভিসার পারমিশন নেওয়ার ক্ষেত্রে প্রচুর সময় বেরিয়ে যায়। যার কারণে অনেকেই নির্ধারিত সময় ভ্রমণে পর্যন্ত যেতে পারেন না। তবে, বর্তমানে এমন এক বিশেষ তথ্য প্রকাশ্যে এসেছে যার মাধ্যমে জানা গিয়েছে যে ভারত তথা সমগ্র বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা ভিসা ছাড়াও শুধুমাত্র পাসপোর্টের মাধ্যমে বিদেশ ভ্রমণে যেতে পারবেন।
আজ্ঞে হ্যাঁ, হেনলে অ্যান্ড পার্টনারস হেনলে পাসপোর্ট ইনডেক্স কিউ থ্রি ২০২২ –এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, শুধুমাত্র পাসপোর্টের মাধ্যমে আপনি সমগ্র পৃথিবী ঘুরতে না পারলেও সমগ্র বিশ্বের বেশ কিছু দেশ ঘুরতে পারবেন। তবে শুধুমাত্র পাসপোর্টের মাধ্যমে আপনি কতগুলি দেশ ঘুরতে পারবেন তা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার কাছে কোন দেশের পাসপোর্ট রয়েছে তার উপরে। মূলত বিভিন্ন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তার ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়ে থাকে ভিসা ছাড়াই উক্ত পাসপোর্টের মাধ্যমে বিশ্বের কতগুলি দেশ ভ্রমণ করা যাবে। ইতিমধ্যেই হেনলে অ্যান্ড পার্টনারস হেনলে পাসপোর্ট ইনডেক্স কিউ থ্রি ২০২২ –এর তরফে পাসপোর্ট সংক্রান্ত এই বিশেষ তথ্য প্রকাশে আনায় ভারতের পাসপোর্টের মাধ্যমে ভিসা ছাড়াই কতগুলি দেশ ভ্রমণ করা যাবে তা নিয়ে ভারতীয় নাগরিকদের মধ্যে জোরদার চর্চা শুরু হয়েছে। আর তাই আজকের এই পোস্টে আমরা ভিসা ছাড়াই পাসপোর্টের মাধ্যমে আপনি কতগুলি দেশ ভ্রমণ করতে পারবেন তার সম্পূর্ণ তালিকা নিয়ে হাজির হয়েছে।
ভিসা ছাড়াই ভারতীয় পাসপোর্টের মাধ্যমে কতগুলো দেশে ভ্রমণ করা যাবে?
হেনলে অ্যান্ড পার্টনারস হেনলে পাসপোর্ট ইনডেক্স কিউ থ্রি ২০২২ –এর গ্লোবাল ব্যাংকিং অনুসারে, জাপানের তরফে কার্যকরী পাসপোর্ট সব থেকে শক্তিশালী পাসপোর্ট আর জাপানের পাসপোর্টের মাধ্যমে আপনারা বিশ্বের ১৯৩ টি দেশে ভ্রমণ করতে পারবেন। কিন্তু হেনলে অ্যান্ড পার্টনারস হেনলে পাসপোর্ট ইনডেক্স কিউ থ্রি ২০২২ –এর গ্লোবাল র্যাংকিং -এ ভারত ৮৭ নম্বর স্থানে রয়েছে। যার ফলে ভারতের পাসপোর্টের মাধ্যমে ১৯৩ টি দেশ ভ্রমণ না করা গেলেও, ভারতীয় পাসপোর্টের মারফত আপনি বিশ্বের ৬০ টি দেশে ভ্রমণ করতে পারবেন। সুতরাং এখন বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ভিসার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বর্তমানে ভিসা ছাড়াই শুধুমাত্র ভারতীয় পাসপোর্টের মাধ্যমে আপনি বিশ্বের ৬০ টি দেশে ভ্রমণ করতে পারবেন।
ভিসা ছাড়া শুধুমাত্র পাসপোর্টের মাধ্যমে আপনি কোন কোন দেশে ভ্রমন করতে পারবেন?
হেনলে অ্যান্ড পার্টনারস হেনলে পাসপোর্ট ইনডেক্স কিউ থ্রি ২০২২ –এর তথ্য অনুসারে ভিসা ছাড়াও শুধুমাত্র পাসপোর্টের মাধ্যমে ভারতীয় নাগরিকরা যে সমস্ত দেশগুলি ভ্রমণ করতে পারবেন তার তালিকায় ভুটান থেকে শুরু করে মায়ানমার, মালদ্বীপ সহ একাধিক দেশের নাম রয়েছে। এই রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে, ভারতীয় নাগরিকরা ভিসা ছাড়াই পাসপোর্টের মাধ্যমে আফ্রিকা মহাদেশের ২০ টি দেশ, ইউরোপের ২ টি দেশ, আমেরিকার ২ টি দেশ, মধ্যপ্রাচ্যের ৪ টি দেশ, এশিয়া মহাদেশের ১১ টি দেশ, ৪ টি মহাসাগরীয় দেশ এবং ১০ টি ক্যারিবিয়ান দেশে ভ্রমণের সুযোগ পাবেন। আর এই দেশগুলি হল:-
ভুটান, কুক আইল্যান্ড, বার্বাডোস, কম্বোডিয়া, ফিজি, ডোমিনিকা, ইন্দোনেশিয়া, মাইক্রোনেশিয়া, হাইতি, লাওস, মার্শাল আইল্যান্ড, মন্টসেরাত, ম্যাকাও (এস এ আর চিন), নিউ, সেন্ট লুসিয়া, মালদ্বীপ, পালাউ দ্বীপপুঞ্জ, ত্রিনিদাদ অ্যান্ড তোবাগো, মায়ানমার, টুভালু, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, নেপাল, সামোয়া, গ্রেনাডা, শ্রীলঙ্কা, ভানুয়াতু, জামাইকা, তাইল্যান্ড, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, তিমুর – লেস্টে, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, ইরান, আলবানিয়া, বলিভিয়া, কাতার, সার্বিয়া, এল সালভাদর, জর্ডন, ওমান, বতসোয়ানা, বুরুন্ডি, কেপ ভার্দে আইল্যান্ড, কোমোরো আইল্যান্ড, ইথিওপিয়া, গ্যাবন, গিনি – বিসাউ, মাদাগাস্কার, মরিতানিয়া, মরিশাস, মোজাম্বিক, রোয়ান্ডা, সেনেগাল, সেচেলেস, সিয়েরা লিওন, সোমালিয়া, তানজানিয়া, তোগো, তিউনিসিয়া, ইউগান্ডা এবং জিম্বাবোয়ে।
বহুক্ষেত্রেই দেখা যায় বিদেশ ভ্রমণের সমস্ত প্রস্তুতি থাকলেও শুধুমাত্র সময়ে ভিসা না আসার কারণে ভারতীয় নাগরিকরা বিদেশ ভ্রমণে যেতে পারেন না। যার ফলে সময় সুযোগ থাকলেও ভিসার কারণে বিদেশ ভ্রমণে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে হেনলে অ্যান্ড পার্টনারস হেনলে পাসপোর্ট ইনডেক্স কিউ থ্রি ২০২২ –এর তরফে ভিসা ছাড়াই পাসপোর্টের মাধ্যমে যে সমস্ত দেশে ভ্রমণ করা সম্ভব তা সম্পর্কে বিশেষ তথ্য প্রকাশ্যে আনার ফলে ভারতীয় নাগরিকদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কোন বাধা থাকলো না। এখন বিদেশ ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে আকাঙ্ক্ষিত দেশের ভিসা না পাওয়া গেলেও উক্ত দেশের বদলে অন্য কোনো দেশে বিনা ভিসায় ঘুরতে যাওয়ার প্ল্যান করা যেতে পারে। সুতরাং আপনিও যদি বিদেশ ভ্রমণে উৎসাহী হয়ে থাকেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রের ভ্রমণে যেতে ইচ্ছুক হয়ে থাকেন, তবে ভিসার জন্য আলাদা করে চিন্তা করার কোন প্রয়োজন নেই, বর্তমানে আপনি ভিসা ছাড়াই শুধুমাত্র পাসপোর্টের মাধ্যমে উপরোক্ত দেশগুলিতে ভ্রমণে যেতে পারবেন।