বিডিও ইনকাম সার্টিফিকেট এর জন্য আবেদন করতে চান? জেনে নিন পদ্ধতি।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকার থেকে শুরু করে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী বিভিন্ন ধরনের প্রকল্প, স্কিম এবং স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে সাধারণ জনগণের পরিবারের বার্ষিক আয় একটি বড় ভূমিকা পালন করে। আর পরিবারের বার্ষিক আয় সংক্রান্ত তথ্য প্রমাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি হল বিডিও ইনকাম সার্টিফিকেট। রাজ্য সরকারের তরফে কার্যকর প্রকল্প কিংবা স্কিম অথবা স্কলারশিপ হোক বা কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী স্কলারশিপ কিংবা স্কিম সমস্ত ক্ষেত্রেই আয় সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে বিডিও ইনকাম সার্টিফিকেট যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে এবারে সাধারণ মানুষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদনের প্রক্রিয়া চালু করা হয়েছে। অর্থাৎ এখন আপনারা বাড়িতে বসেই নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন। আর তাই আজকের এই পোস্টে আমরা বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি।

কিভাবে আপনারা বাড়িতে বসেই বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন:-

১. বাড়িতে বসে বিডিও ইনকাম সার্টিফিকেট -এর জন্য আবেদন করার জন্য আপনাকে রাজ্য সরকারের তরফে কার্যকরী e district পোর্টালে https://edistrict.wb.gov.in/ পৌঁছে যেতে হবে। এরপর হোম পেইজে থাকা New Registration অপশনে ক্লিক করুন।

২. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস লিখে NEXT অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার পছন্দসই ইউজার নেম এবং পাসওয়ার্ড নির্বাচন করে OTP ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

৩. রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে user name এবং password এর মাধ্যমে আপনাকে Login -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

৪. Login-এর প্রক্রিয়াটি সম্পন্ন করলে আপনার সামনে যে পেজটি আসবে তার একেবারে শুরুতেই থাকা Certificate অপশনে ক্লিক করে Income Certificate অপশনটি বেছে নিন।

৫. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলি সম্পর্কে বেশ কিছু তথ্য দেখতে পাবেন। এই পেজটির একেবারে নিচে থাকা Apply অপশনে ক্লিক করুন।

৬. উপরোক্ত অপশনে ক্লিক করলে বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় ফর্মটি আপনার সামনে চলে আসবে। এই ফর্মের একেবারে শুরুতেই আপনাকে আপনার নাম, জন্ম তারিখ, বয়স, আধার নম্বর, মোবাইল নম্বর সঠিকভাবে উল্লেখ করতে হবে।

৭. এরপর আপনাকে আপনার রাজ্য, জেলা, পুলিশ স্টেশন, সাব ডিভিশন, পিন কোড, গ্রাম সহ ঠিকানা সংক্রান্ত অন্যান্য তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করা হলে পেজটির একেবারে নিজের দিকে থাকা Save and Next অপশনে ক্লিক করুন।

৮. পরবর্তী পেজে আপনাকে আপনার পিতা মাতা কিংবা অভিভাবকের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর আপনাকে আপনার স্থায়ী ঠিকানা সংক্রান্ত সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। এক্ষেত্রে আপনাকে আপনার রাজ্য, জেলা, সাব ডিভিশন, গ্রাম পঞ্চায়েত, গ্রামের নাম, পিন কোড, পুলিশ স্টেশন সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য নির্ভুলভাবে উল্লেখ করতে হবে।

৯. সবশেষে আপনাকে আপনার পরিবারের আয় সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য এবং আপনি কি কারণে বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন জানাচ্ছেন তা সঠিকভাবে লিখতে হবে। এরপর পেজটির নিচে থাকা Terms and Conditions -এর বক্সে ক্লিক করে Save and Next অপশনে ক্লিক করুন।

১০. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি ফর্মটির একটি প্রিভিউ দেখতে পারবেন। সমস্ত তথ্য ঠিক থাকলে নীচে থাকা Attach Supporting documents অপশনে ক্লিক করুন এবং পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে উল্লেখিত সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করুন। সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করা হলে Save and Next অপশনে ক্লিক করুন।

১১. এরপর পুনরায় আপনার সামনে ফর্মের সমস্ত তথ্য এবং আপলোড করা সমস্ত নথির একটি প্রিভিউ চলে আসবে। প্রয়োজনীয় তথ্য এবং নথি ঠিক থাকলে নিচে থাকা Submit অপশনে ক্লিক করুন, তাহলেই ফর্মটি সাবমিট করার প্রক্রিয়া সম্পন্ন হবে। ফর্মটি সাবমিট করা হলে আপনার কাছে একটি Acknowledgement slip চলে আসবে। এটি পরবর্তীতে প্রয়োজন হবে, সুতরাং এটিকে হার্ড কপি রূপে অথবা সফট কপি রূপে আপনার কাছে রেখে দিন।

বিডিও ইনকাম সার্টিফিকেট -এর জন্য আবেদন করার ক্ষেত্রে বেশ কতগুলি বিষয় সম্পর্কে তথ্য জানা প্রয়োজন। বিডিও সার্টিফিকেটের জন্য আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি, আবেদন ফি সম্পর্কে না জানলে আবেদন করার সময় আপনাকেও নানাভাবে হয়রানি শিকার হতে হবে। আর তাই এই সমস্ত তথ্যগুলিও সঠিকভাবে জানা প্রয়োজন। চলুন তবে বিডিও সার্টিফিকেট এর জন্য আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া যাক:-

রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকা অনুসারে, পশ্চিমবঙ্গের স্থায়ীভাবে বসবাসকারী জনগণই কেবলমাত্র ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন:- কাপড়ের ব্যবসা শুরু করতে চান? জেনে নিন কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি সমূহ:-

১. আবেদনকারীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ পত্র।
২. আধার কার্ড।
৩. পঞ্চায়েতের তরফে জারি করা ইনকাম সার্টিফিকেট।
৪. আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফি:-

রাজ্য সরকারের তরফে জারি করার তথ্য অনুসারে, বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদনের ক্ষেত্রে কোন প্রকার ফি প্রয়োজন হয় না, তবে আপনি যদি CSC থেকে আবেদন জানিয়ে থাকেন তাহলে আপনাকে সর্বোচ্চ ২০ টাকা ফি প্রদান করতে হবে।

Leave a Comment