প্রতিনিয়ত সমগ্র ভারতের সাধারণ মানুষের জীবনে আধার কার্ডের প্রয়োজনীয়তা যেভাবে বাড়ছে তাতে আমরা প্রত্যেকেই আধার কার্ড সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের জন্য একবার না একবার আধার সেবা কেন্দ্রে গিয়েছি। কিন্তু আপনি কি জানেন এখন আপনি চাইলেই বাড়িতে বসে নিজস্ব আধার সেবা কেন্দ্র তৈরি করে প্রতি মাসে মোটা টাকা উপার্জন করে নিতে পারবেন? আজ্ঞে হ্যাঁ, UIDAI -এর তরফে কার্যকরী এক বিশেষ উদ্যোগে সমগ্র দেশের যুবক-যুবতীদের কর্মমুখী করার উদ্দেশ্যে এবং সাধারণ জনগণের সুবিধার খাতিরে আধার সেবা কেন্দ্র খোলার অনুমতি প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে মূল যে প্রশ্নটি আসে তা হল কিভাবে আধার সেবা কেন্দ্র খোলার জন্য অনুমতি পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, আধার সেবা কেন্দ্র খোলার জন্য আপনি বাড়িতে বসেই আবেদন জানাতে পারবেন এবং তার পরবর্তীতে নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে নিজের বাড়িতেই আধার সেবা কেন্দ্র খুলতে পারবেন।
কিভাবে আপনারা বাড়িতে বসে আধার সেবা কেন্দ্র খোলার জন্য আবেদন জানাতে পারবেন:-
১. নিজের বাড়িতে আধার সেবা কেন্দ্র খোলার জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই পৌঁছে যেতে হবে UIDAI -এর https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action অফিসিয়াল ওয়েবসাইটে।
২. এরপর হোম পেইজে থাকা Creat New User অপশনে ক্লিক করুন এবং আপনার সামনে আসা নতুন পেজটিতে থাকা upload XML File অপশনের অধীনে আধার কার্ডের এক্সএমএল ফাইল এবং share code অপশনের অধীনে কোডটি নির্ভুলভাবে লিখুন এবং ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলেই আপনি USER ID ও PASSWORD পেয়ে যাবেন। তবে আপনি যদি ইতিপূর্বে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকেন তাহলে আপনার USER ID ও PASSWORD -এর মাধ্যমে LOGIN -এর প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
এক্ষেত্রে আধার কার্ডের XML ফাইল ডাউনলোড করার জন্য আপনি UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ -এ যান এবং হোম পেজের নিচের দিকে থাকা Aadhaar Services অপশনের আওতায় থাকা Aadhaar Paperless Offline e-kyc (Beta) অপশনটিতে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে, ওই পেজটিতে আপনার আধার নম্বর এবং সিকিউরিটি কোড সঠিকভাবে লিখে SEND OTP অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার পছন্দ সই share code লিখে আপনার রেজিস্টার নম্বরে আসা OTP টি নির্ভুলভাবে লিখুন এবং DOWNLOAD অপশনে ক্লিক করুন। ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনি আপনার XML FILE এবং SHARE CODE উভয়ই পেয়ে যাবেন।এভাবেই আপনি UIDAI-এর ওয়েবসাইট থেকে XML FILE এবং SHARE CODE সংগ্রহ করার মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে OTP ভ্যালিডেশনের জন্য আপনার মোবাইল নম্বর এবং পরবর্তীতে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আপনার রেজিস্টার্ড ইমেইল এড্রেসটি প্রয়োজন হবে।
৩. রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে। এই পেজটিতে আপনাকে আপনার USER ID এবং PASSWORD প্রদান করা হবে। পরবর্তীতে লগইনের জন্য আপনার USER ID এবং PASSWORD প্রয়োজন হবে, সুতরাং এগুলি কপি করে রাখুন। এরপর এই পেজে থাকা PLEASE CLICK HERE TO LOGIN অপশনে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন:- আবেদন করুন হিন্দি স্কলারশিপে এবং পেয়ে যান সর্বোচ্চ ১২,০০০ টাকার অনুদান।
৪. লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনাকে আপনার পুরনো পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে এবং আপনার পছন্দ অনুসারে পাসওয়ার্ড নির্বাচন করে পাসওয়ার্ড পরিবর্তনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ করা হলে আপনার সামনে একটি পেজ আসবে যাতে আধার সেবা কেন্দ্রের জন্য আবেদন সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য উল্লেখ করা হবে। এই সমস্ত তথ্য পড়ে নিয়ে উক্ত পেজের একেবারে নিচের দিকে থাকা Terms and Conditions -এর চেক বক্সে ক্লিক করে continue অপশনে ক্লিক করুন।
৫. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে আধার সেবা কেন্দ্রের জন্য প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। ফর্মের শুরুতেই আপনার আধার কার্ডের সমস্ত তথ্য উল্লেখ করা থাকবে। এরপর এই পেজটিতে আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি কোন ধরনের আধার সেবা কেন্দ্র খুলতে চাইছেন তা নির্বাচন করে নিতে হবে (আপনি যদি আধার কার্ডের সব ধরনের কাজ করতে চান তবে আপনাকে UIDAI Certification for Operator – Supervisor অপশনটি সিলেক্ট করুন। আপনি যদি শুধুমাত্র শিশুদের আধার কার্ড সংক্রান্ত কাজ করতে চান তবে Operator child enrollment lite client অপশনটি বেছে নিন)।
৬. এরপর আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে তা নির্বাচন করে নিন। পরবর্তীতে আপনার এজেন্সি কোড অর্থাৎ আপনি কোন সার্কেলে আপনার আধার সেবা কেন্দ্র খুলতে চান সেটি সিলেক্ট করুন। এরপর আপনার সামনে আপনার নাম, ঠিকানা, ইমেল আইডি এই সমস্ত তথ্যগুলি চলে আসবে। সমস্ত তথ্য মিলিয়ে নিয়ে আপনার রাজ্য, রাজ্যের কোন জেলাতে পরীক্ষার সেন্টার নিতে চান সেটি, সেন্টারের নাম সঠিকভাবে পূরণ করুন এবং save and continue অপশনে ক্লিক করুন।
৭. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে সম্পূর্ণ ফর্মটির একটি প্রিভিউ চলে আসবে, তাতে সমস্ত তথ্য ঠিক থাকলে SUBMIT অপশন ক্লিক করুন। এরপর পুনরায় আপনার সামনে একটি প্রিভিউ আসবে, তাতে থাকা TERMS AND CONDITIONS ACCEPT করুন এবং SUBMIT অপশনে ক্লিক করুন।
৮. ফর্ম সাবমিট করা হলে আপনার সামনে যে পেজটি থাকবে তাতে থাকা পেমেন্ট অপশনে ক্লিক করে পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করুন, তাহলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এরপর UIDAI -এর তরফে আপনাকে আপনার পরীক্ষার সমস্ত ডিটেইলস মেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি নিজস্ব আধার সেবা কেন্দ্র খোলার অনুমতি পেয়ে যাবেন।