ছাত্র-ছাত্রীদের জন্য চালু হতে চলেছে নতুন বৃত্তি। লেটার বক্স স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত জানুন।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে রাজ্যের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা ক্ষেত্রে আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন প্রকার স্কলারশিপ কার্যকর করা হয়েছে। তবে শুধুমাত্র রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকার এমনকি নানাবিধ নামজাদা বেসরকারি প্রতিষ্ঠানের শুভ উদ্যোগেও সমগ্র পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিভিন্ন প্রকার স্কলারশিপ লঞ্চ করা হয়েছে। তবে রাজ্য সরকার কিম্বা কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী স্কলারশিপ হোক অথবা বেসরকারি প্রতিষ্ঠানের তরফে কার্যকরী স্কলারশিপ সমস্ত ক্ষেত্রেই স্কলারশিপের আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীকে বিশেষ কিছু যোগ্যতা পূরণ করতে হয়। কিন্তু এবারে পশ্চিমবঙ্গ সরকারের তরফে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য এমন এক স্কলারশিপ কার্যকর করা হয়েছে যার আওতায় আবেদনের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কোনরূপ বিশেষ যোগ্যতা কিংবা নম্বরের প্রয়োজন হবে না। আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জারি করা এক নির্দেশিকার মাধ্যমে। আর আজকের এই পোস্টে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কার্যকরী এই বিশেষ স্কলারশিপ সম্পর্কিত সমস্ত প্রকার তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি।

রাজ্য সরকারের এই নতুন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কার্যকর এই নতুন স্কলারশিপটি সমগ্র রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে লেটার বক্স স্কলারশিপ নামে বিশেষভাবে পরিচিতি পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরফে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী ছাত্র-ছাত্রীরাই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। মূলত মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রীদের জন্যই এই স্কলারশিপটি কার্যকর করা হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন অথবা উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়ে পশ্চিমবঙ্গের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো কোর্সে পড়াশুনা করছেন তারাই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। আর এই স্কলারশিপের সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো, এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রী মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার নূন্যতম পাস নম্বর পেলেই এই স্কলারশিপের অধীনে আবেদন জানাতে পারবেন।

এমনকি পশ্চিমবঙ্গে বসবাসকারী জেনারেল ক্যাটাগরি ভুক্ত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসি সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রী প্রত্যেকেই এই স্কলারশিপের আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। তবে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে কার্যকরী অন্য কোনো স্কলারশিপের আওতায় আবেদন জানিয়েছেন অথবা রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যকরী অন্য কোনো স্কলারশিপের আওতায় অনুদান পেয়ে থাকেন, তারা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন না। মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গ বসবাসকারী আর্থিকভাবে দুর্বল শ্রেণীর ছাত্র-ছাত্রীরা যাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে তার জন্যই রাজ্য সরকারের তরফে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন:- কেন্দ্রীয় সরকারের তারবন্দি যোজনায় আবেদন করে পেয়ে যান ৪০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি।

কিভাবে এই স্কলারশিপের আওতায় আবেদন জানানো সম্ভব?

কিছুদিন পূর্বে বিশ্ব বাংলা মেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা ক্ষেত্রে আগ্রহী করার জন্য এই নতুন স্কলারশিপটি সম্পর্কে ঘোষণা করেছেন। লেটার বক্স স্কলারশিপের আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দপ্তরের বাইরে রাখা লেটার বক্সে নিজেদের আবেদন পত্র এবং প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়ে আসতে হবে, এমনটাই জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। যেহেতু লেটার বক্সের মাধ্যমে এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে হবে তাই এই স্কলারশিপের নামকরণ করা হয়েছে লেটার বক্স স্কলারশিপ। তবে এক্ষেত্রে যে প্রশ্নটি রয়েই যায় তা হলো, এই স্কলারশিপের আবেদন পত্র কোথা থেকে সংগ্রহ করতে হবে? আর এই প্রশ্নের উত্তরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, এই স্কলারশিপের জন্য আলাদা কোন অনলাইন ওয়েবসাইট বা আবেদন পত্র কার্যকর করা হয়নি। লেটার বক্স স্কলারশিপের আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে আবেদনকারী ছাত্র কিংবা ছাত্রীকে একটি সাদা কাগজে আবেদনপত্র লিখে তাতে প্রয়োজনীয় সমস্ত প্রকার নথি অ্যাটাচ করে একটি মুখ বন্ধ খামে পুরে শিক্ষা দপ্তরের বাইরে রাখা লেটার বক্সে জমা দিয়ে আসলেই এই স্কলারশিপের আওতায় আবেদন জানানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।

লেটার বক্স স্কলারশিপের আওতায় কত টাকার অনুদান পাওয়া যাবে?

বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, লেটার বক্স স্কলারশিপের আওতায় ছাত্র-ছাত্রীরা প্রতি বছরে ১৫,০০০ টাকার অনুদান পেয়ে যাবেন।

আবেদনের ক্ষেত্রে কোন কোন নথি প্রয়োজন হতে চলেছে?

১. আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
২. বিগত পরীক্ষার মার্কশীটের কপি।
৩. আধার কার্ড।
৪. ব্যাংকের পাশ বইয়ের জেরক্স কপি।
৫. আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
৬. জাতিগত শংসাপত্র।

Leave a Comment