কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র ভারতের নারীদের উন্নয়নের খাতিরে নানাবিধ প্রকল্প কার্যকর করা হয়েছে, আর কেন্দ্র সরকারের তরফে কার্যকরী এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই সুকন্যা সমৃদ্ধির অধীনে ভারতীয় সাধারণ জনগণ তাদের কন্যা সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য বিনিয়োগ করে থাকেন।
তবে বহু ক্ষেত্রেই পরিলক্ষিত হয়েছে যে বিনিয়োগকারীর ছোটখাটো ভুলের কারণে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা এক নির্দেশিকার মাধ্যমে কি কি কারণে সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতাধীন অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে, তা সম্পর্কে জানানো হয়েছে। যার কারণে আজকের এই পোস্টে আমরা সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট কি কারনে পুলিশ হয়ে যেতে পারে তার সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছে।
কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা এই নির্দেশিকার মাধ্যমে আরও জানানো হয়েছে যে, যে সমস্ত নাগরিকদের সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় অ্যাকাউন্ট হয়েছে কিন্তু তারা এখনো পর্যন্ত আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, ইতিমধ্যে অর্থমন্ত্রকের তরফে সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ সমস্ত প্রকার ছোট সঞ্চয় প্রকল্পের অধীনে বিনিয়োগের ক্ষেত্রে আধার কার্ড ও প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। আর যেকোনো গ্রাহকের কেওয়াইসি সম্পন্ন করার ক্ষেত্রে উক্ত গ্রাহকের প্যান কার্ড ও আধার কার্ড প্রয়োজন হয়ে থাকে, তবে যে সমস্ত গ্রাহকদের প্যান কার্ড নেই তারা ফর্ম ৬০ পূরণ করতে পারবেন। অন্যদিকে সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ অন্যান্য ছোটো সঞ্চয় প্রকল্পগুলির অধীনে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক হলেও অনেকেই তা নির্দিষ্ট সময় জমা করতে পারেন না।
আরও পড়ুন:- কেন্দ্রীয় সরকারের তরফে ডিএ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
আর এই সমস্যার সমাধান করতেই কেন্দ্র সরকারের তরফে জারি করা এই নির্দেশিকার মাধ্যমে সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, যে সমস্ত নাগরিকরা সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পগুলির অধীনে অ্যাকাউন্ট খোলার সময় প্যান কার্ড জমা করেননি তাদের একাউন্ট খোলার দুই মাসের মধ্যে পোস্ট অফিস কিংবা ব্যাংক কর্তৃপক্ষের কাছে আধার কার্ড জমা করতে হবে। অন্যদিকে আপনি যদি ৩১শে মার্চ ২০২৩ তারিখের পরে সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ অন্যান্য সঞ্চয় প্রকল্পগুলির অধীনে একাউন্ট খুলে থাকেন তবে আপনার আধার নম্বরের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক থাকা আবশ্যক। আর এই সমস্ত নথিগুলি সঠিক সময় জমা না করলে অথবা নদীতে কোনরকম সমস্যা থেকে গেলে কেন্দ্রীয় সরকারের তরফে সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনস্থ অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। তবে শুধুমাত্র সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট নয়, কেন্দ্রীয় সরকারের তরিকা কার্যকরী অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পগুলির অধীনে থাকা অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়ে থাকে।